ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে চলছে নানা আলোচনা-সামালোচনা। ক্রিকেট বোর্ডসহ এ সমালোচনায় যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিকরাও। সম্পতি এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ক্ষোভও প্রকাশ করেছেন সয়ং মাশরাফি।
বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। সিরিজে বাংলাদেশের নেতৃত্বে দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। সিরিজের আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ক্ষেপে যান মাশরাফি। বলেন, ‘আমি কি চোর? মাঠে কি আমি চুরি করি?’ বিষয়টি নিয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপনও কথা বলেছেন, ‘সাংবাদিকরা মাশরাফিকে একটু বেশিই খোঁচাচ্ছেন। যে সময়ে সাংবাদিকদের মাশরাফির পাশে থাকা উচিৎ কিন্তু সে সময়ে সাংবাদিকরা মাশরাফিকে কষ্ট দিচ্ছেন।’
এদিকে টাইগার দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল মাশরাফির বর্তমান অবস্থার জন্য দায়ী করেছেন তার রাজনৈতিক অবস্থা। তিনি বলেছেন, ‘সে (মাশরাফি) যদি এমপি না হতো তাহলে এ প্রশ্নগুলো আসতো না।’
বেসরকারি টেলিভিশন যমুনা টিভিতে খেলাধুলা বিষয়ক এক লাইভ অনুষ্ঠানে মোহাম্মদ আশরাফুল এ কথা বলেন। মাশরাফির অবসর বিষয়ে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘আসলে এটি (অবসর নেওয়া) যার যার ব্যক্তিগত ব্যাপার। আসলে যখন আমরা খেলা শুরু করি ও (মাশরাফি) বলেছে যে, তখন কিন্তু আমরা কারো কাছে পারমিশন নিয়ে খেলা শুরু করি না। তো অবসর নেওয়াটাও তার ব্যক্তিগত বিষয়, সে এখন খেলাটা ইনজয় করেছ। তবে হ্যাঁ, ইন্টারন্যাশলান আর ডোমেস্টিক খেলা ডিফারেন্ট।’
তবে থামতে তো হবেই- উপস্থাপকের এমন দৃষ্টি আকর্ষণে আশরাফুল বলেন, ‘এটা তো ডেফিনিটলি, যত গ্রেট তারকা বলেন, শচীন টেন্ডুলকার.. যত গ্রেট ব্যাটসম্যান বলেন, প্লেয়ার বলেন, তাদের তো একদিন থামতে হয়েছেই। তো মাশরাফির এখন যে বয়স, ৩৬-৩৭। তো আমার মনে হয় যে, জাস্ট ও (মাশরাফি) যদি এমপি না হতো তাহলে কিন্তু এ প্রশ্নগুলো আসতো না। তাহলে কিন্তু আসলে মানুষ এতো প্রশ্ন করতো না, মিডিয়াগুলো এতো প্রেসারও দিত না। তাহলে সে ইজিলি খেলতে পারতো।’
তিনি আরও বলের, ‘ক্যারিয়ারে একটা বাজে সময় যেতেই পারে। আমি ২০১৪ সালের শেষের দিকে ক্যাপটেন্সি পাওয়ার পর থেকে আপনি যদি দেখেন, বাংলাদেশে সাকিব এবং মাশরাফি হাইয়েস্ট উইকেট টেকার হতো। জাস্ট ওয়ার্ল্ড কাপটা তার (মাশরাফি) ভালো যায়নি। এই এখন এসব প্রশ্নই আসছে কিন্তু এমপি হওয়ার কারণে। তাছাড়া কিন্তু আমার মনে হয় না যে, সাধারণ ক্রিকেটার যদি থাকতো তাহলে এতো কথা হতো’
বিশ্বকাপ শেষে টানা বিরতির পর রোববার (১ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন মাশারাফি বিন মর্তুজা। ওই ম্যাচে মাশরাফির খেলা প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘খুব ইজি উইন হয়েছে। মাশরাফি দুটি উইকেট পেয়েছে, তবে মাশরাফি যে বোলার মাঠে সে বোলিংটা হয়নি। কারণ, আপনারা জানেন, বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যেতে পারেনি ইনজুরির কারণে। তবে আমি বিশ্বাস করি, পরের দুটি ম্যাচে মাশরাফি আরও রিদমে ফিরে আসবে। এ ম্যাচটাতে একটা পেসারও ছিল।’