শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড দলে সাকিব মাহমুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ এএম, ০১ মার্চ ২০২০
শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড দলে সাকিব মাহমুদ

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড থেকে বাদ পড়েছেন ডারহামের পেসার মার্ক উড। তার পরিবর্তে সফরে ইংলিশদের হয়ে খেলবেন ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদ।

চলমান মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন উড। শুক্রবার উডের ইনজুরি নিয়ে একটি বিবৃতি দেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। উডের স্ক্যান রিপোর্ট পাওয়ার পর ইসিবি জানায়, ৩০ বছর বয়সী এ পেসার বাঁ-দিকের সাইড স্ট্রেইনে ভুগছেন। ইংল্যান্ড এবং ডারহাম মেডিকেল দলের সাথে এখন পুর্নাবাসন প্রক্রিয়া নিয়ে কাজ করবেন উড।

সোমবার শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড। গলে ১৯ মার্চ থেকে শুরু হবে দু’ম্যাচের টেস্ট সিরিজ। গত বিশ্বকাপের পরও একই ইনজুরিতে ভুগেছিলেন উড। তাই বিশ্বকাপের পর অ্যাশেজ মিস করেছিলেন তিনি।

ল্যাঙ্কাশায়ারের ওপেনার কিটন জেনিংস ও সারে উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ফোকস পুনরায় দলে ডাক পেয়েছেন। তবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে সুযোগ হয়নি জনি বেয়ারস্টো, ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকাইর জেমস এন্ডারসন ও মঈন আলির।



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ার্নারের কাঁধে আবারও দায়িত্ব দিল সানারাইজার্স

ওয়ার্নারের কাঁধে আবারও দায়িত্ব দিল সানারাইজার্স

নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ

নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ

পাকিস্তান বাংলাদেশ নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে

পাকিস্তান বাংলাদেশ নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে

বিসিবি চাইলে পাকিস্তানে যেতে রাজি মাশরাফি

বিসিবি চাইলে পাকিস্তানে যেতে রাজি মাশরাফি