বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ টাইগারদের স্পিন বোলিং পরামর্শক ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। বলেন, জাতীয় দলের মত যুব দলেরও একই দক্ষতা আছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের সাথে সময় কাটান তিনি। এ সময় তাদের বিভিন্ন পরামর্শও দেন ভেট্টোরি। জানান, খেলোয়াড়দের সাথে দেখা করে বেশ আনন্দিত তিনি। এ ক্রিকেটাররাই বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাবে।
বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের নিয়ে একটি দল গঠন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি আগামী দু’বছর তাদের আরও উন্নতির জন্য দেখভাল করবে বোর্ড। দু’বছর বোর্ড খেলোয়াড়দের জন্য আবাসিক ক্যাম্প করবে এবং ভালো কোচ দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
বিশ্বকাপ জয়ী যুবাদের সাথে প্রথমবারের মত দেখা করেন ভেট্টোরি এবং খেলোয়াড়দের সাথে অভিজ্ঞতা শেয়ার করেন। তার বিশ্বাস, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের মত খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ দল থেকে জাতীয় দলে সুযোগ পাবে এবং তারা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখবে।
ভেট্টোরি বলেন, ‘শুধুমাত্র আন্তর্জাতিক খেলোয়াড়দেরই নয়, তরুণ খেলোয়াড়দের উন্নতির জন্য তাদেরকেও সহায়তা করাও আমার কাজ। সবার জন্য একই বার্তা এবং সেটা বোলারদের জন্যও একই, তারা বেশ দক্ষ। এটা খুবই আনন্দের বিষয়। অর্থাৎ জাতীয় দলের মত একই দক্ষতা যুব দলেরও আছে।’
তিনি বলেন, ‘নাঈমের দিকে লক্ষ্য করলে দেখবেন কয়েক বছর আগে সে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ছিল এবং সে খুব দ্রুতই উন্নতি করেছে। সে দক্ষ খেলোয়াড়, তাই আমি বেশ ভাগ্যবান এমন ভালো বোলারদের সাথে কাজ করতে পেরেছি।’
তাদের বোলিং স্টাইলে পরিবর্তন আনতে হবে- এমনটা মনে করছেন না ভেট্টরি। তবে তাদের ভালোর জন্য কিছু প্রক্রিয়া বজায় থাকা দরকার। ভেট্রোরি বলেন, ‘আসলে অনেক বেশি পরিবর্তনের দরকার নেই। তারা আরও কিভাবে ভালো করতে পারে সে ব্যাপারে তাদের বুঝানোর চেষ্টা করেছি। পারফর্ম করার জন্য তাদের বেশিরভাগেরই যথেষ্ঠ জ্ঞান রয়েছে।’
দুই স্পিনার হাসান মুরাদ ও তানভীর ইসলামের প্রশংসা করেন ভেট্টোরি। তবে তাদের আরও পরিশ্রম করতে হবে বলে জানান। বলেন, ‘তারা ভালো বল করেছে। আমি মনে করি, নেটের চাইতে ম্যাচে বল করার অনেক বেশি পার্থক্য রয়েছে। এখানে তাদের কাজ করার চাইতে ম্যাচে কাজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এ মুর্হূতের জন্য এটি শুধুমাত্র জানতে পারা। তাদের দক্ষতা ও শক্তি সর্ম্পকে জানতে হবে।’
মঙ্গলবার শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ে প্রধান ভূমিকা রাখেন নাঈম হাসান। ১৫২ রানের বিনিময়ে ৯ উইকেট শিকার করেছেন তিনি। নাঈমের এমন পারফরমেন্সে খুশি ভেট্টোরি।
তিনি বলেন, ‘এমন কোন স্পিনার নেই, নাঈম যা করেছে তারা তা করতে পারে। এত অল্প বয়সেই সে তা করেছে। তাইজুল কিছুটা বয়স্ক, মিরাজ এখনও তরুণ। তাই আমি মনে করি, তারা খুবই প্রতিভাবান স্পিনার এবং সবসময় উন্নতি করতে পারে।’