আইসিসির নিষেধাজ্ঞায় ওমানের ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০
আইসিসির নিষেধাজ্ঞায় ওমানের ক্রিকেটার

ম্যাচ পাতানোর দায়ে ওমানের ক্রিকেটার ইউসুফ আবদুলরাহিম আল বালুসিকে সাত বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসসি)।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আল বালুসির বিরুদ্ধে চারটি অভিযোগ গঠন করা হয়েছে। তন্মধ্যে সবচেয়ে গুরুতর হচ্ছে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের দুর্নীতি।

২৯ বছর বয়সী ওই ক্রিকেটার একটি ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন। এ জন্য তিনি সতীর্থ এক ক্রিকেটারের সহায়তা চেয়েছিলেন বলেও জানায় আইসিসি।

আইসিসির ইন্টিগ্রিটি ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, একজন খেলোয়াড়ের এ ধরনের চেষ্টা একটি গুরুতর অপরাধ। যদিও তিনি সতীর্থ ক্রিকেটারকে গুরুত্বপূর্ণ ম্যাচে ওই অপরাধমূলক কাজে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছেন। তারপরও এটি গুরুতর শাস্তিমূলক একটি অপরাধ।

তবে তদন্তে বালুসি পুরোপুরি সহযোগিতা না করলে নিষেধাজ্ঞার পরিমাণ আরও বাড়তো বলেও জানান তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিক-তামিমের মধ্যে চলে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা

মুশফিক-তামিমের মধ্যে চলে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা

জিম্বাবুয়ের বোলিং চ্যালেঞ্জিং ছিল না : মুশফিক

জিম্বাবুয়ের বোলিং চ্যালেঞ্জিং ছিল না : মুশফিক

মুশফিকের তৃতীয় ডাবল সেঞ্চুরি

মুশফিকের তৃতীয় ডাবল সেঞ্চুরি

নাঈমের সাফল্যে তিন মন্ত্র

নাঈমের সাফল্যে তিন মন্ত্র