বাংলাদেশের পক্ষে তামিমই প্রথম এবং একমাত্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশের পক্ষে তামিমই প্রথম এবং একমাত্র

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪১ রান করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এ ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ১৩ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাটে ১৩ হাজার রান করার রেকর্ড গড়লেন টাইগারদের এ বাঁ-হাতি ওপেনার।

জিম্বাবুয়ের বিপক্ষে এ টেস্টের আগে তিন ফরম্যাটে তামিমের রান ছিল ১২ হাজার ৯৭৩। ১৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে মাত্র ২৭ রান দূরে ছিলেন তামিম।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের চার্লটন টিসুমাকে চার মেরে ৩০ রানে পৌঁছে এক মাইলফল স্পর্শ করেন তামিম ইকবাল।

বাংলাদেশের পক্ষে ১৩ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান তামিম। নতুন এ মাইলফলকে পেছনে পড়েছেন তারই বন্ধু সাকিব আল হাসান। তিন সংস্করণে সাকিবের রান ১১ হাজার ৭৫২।



শেয়ার করুন :


আরও পড়ুন

নাঈমের সাফল্যে তিন মন্ত্র

নাঈমের সাফল্যে তিন মন্ত্র

ঢাকায় এশিয়া একাদশের হয়ে খেলবে ভারতের চার ক্রিকেটার

ঢাকায় এশিয়া একাদশের হয়ে খেলবে ভারতের চার ক্রিকেটার

মাশরাফির বিষয়ে এক মাসের মধ্যেই সিদ্ধান্ত : পাপন

মাশরাফির বিষয়ে এক মাসের মধ্যেই সিদ্ধান্ত : পাপন

মাহমুদউল্লাহ বাদ নয়, বিশ্রামে : নান্নু

মাহমুদউল্লাহ বাদ নয়, বিশ্রামে : নান্নু