ভারতে নির্মিত বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুইদিনের ভারত সফরের শুরুতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) আহমেদাবাদে এ মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ শহর আহমেদাবাদে নির্মাণ করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এ ক্রিকেট স্টেডিয়াম। ৭শ’ কোটি ভারতীয় রুপী ব্যয়ে এক লাখ ১০ হাজার আসন সম্বলিত নতুন নির্মিত এ স্টেডিয়ামটি হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম।
এর আগে এক লাখ ধারণ ক্ষমতা সম্পন্ন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) ছিল বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম। এবার মেলবোর্ন স্টেডিয়ামকে টপকে যাচ্ছে ভারতের নতুন এ ক্রিকেট স্টেডিয়াম।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজি সম্পর্কে বলতে গেলে অনায়াসে একটি বিশেষণ ব্যবহার করা যেত, তা হলো- বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু অস্ট্রেলিয়ার এ গৌরব কেড়ে নিচ্ছে ভারত।