ইতিহাসের সেরা অর্জন, জাতি গর্বিত : ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০
ইতিহাসের সেরা অর্জন, জাতি গর্বিত : ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে সেরা অর্জন। তরুণ ছেলেরা এ অর্জনে গোটা জাতি গর্বিত বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বাংলাদেশের ইতিহাসে প্রথম বিশ্বকাপ শিরোপা বিজয়ী বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলের বীর সদস্যরা বুধবার দেশে ফিরেছেন। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে তরুণ টাইগারদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

জাতীয় বীরদের বরণ করে নেওয়ার সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের খেলাধুলার ইতিহাসে এটি সেরা অর্জন। ছেলেরা যে অর্জন বয়ে নিয়ে এনেছে তা নিয়ে আমরা গর্বিত। তারা গোটা জাতিকে গৌরবান্বিত করেছে। আশা করি, দলটি দেশের জন্য আরও সফলতা বয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘এ দলটিকে আমাদের ভালোভাবে পরিচর্যা করতে হবে। তাদের মধ্যে যে মেধা রয়েছে তার প্রমাণ দিয়েছে। এখন তাদেরকে সম্পদে পরিণত করার দায়িত্ব আমাদের।’
sportsmail24
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে যুব দলকে হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে আসা হয়। এ সময় বিপুল সংখ্যক সমর্থক ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মুখরিত করে তোলে গোটা মিরপুর এলাকা।

পরে তাদেরকে সাথে নিয়ে মিরপুর মাঠে কেটে কেটে জয় উদযাপন করা হয়। এ সময় বিসিবি সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী আজ রাতে দলের বেশিরভাগ সদস্য মাঠ সংলগ্ন একাডেমিতে রাত্রিযাপন করবেন। এরপর বৃহস্পতিবার সকাল থেকে তারা নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করবেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন টাইগার যুবারা

দেশে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন টাইগার যুবারা

জুনিয়রদের বিশ্বজয়ে সিনিয়রদের অভিনন্দন

জুনিয়রদের বিশ্বজয়ে সিনিয়রদের অভিনন্দন

ফাইনাল শেষে ধাক্কাধাক্কি, পাঁচজনকে বড় শাস্তি

ফাইনাল শেষে ধাক্কাধাক্কি, পাঁচজনকে বড় শাস্তি

টাইগার যুবাদের সংবর্ধনা দেবে সরকার

টাইগার যুবাদের সংবর্ধনা দেবে সরকার