দুই বছর লাখ টাকা করে সম্মানী পাবেন বিশ্বজয়ী যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০
দুই বছর লাখ টাকা করে সম্মানী পাবেন বিশ্বজয়ী যুবারা

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশি ক্রিকেটাররা এখন থেকে দুই বছর প্রতি মাসে ১ লাখ টাকা করে সম্মানী পাবেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, শুধু ফিন্যান্সিয়াল নয়, কোন কিছুর বিষয়ই চিন্তা করবে না। শুধু খেলা নিয়ে চিন্তা করতে হবে। ওদেরকে, এই আন্ডার নাইনটির টিমটিকে আরও দুই বছর স্পেশাল ট্রেনিংয়ে ব্যবস্থা করব। এই দুই বছর তারা (খেলোয়াড়রা) প্রত্যেককে ১ লক্ষ করে টাকা প্রত্যেক মাসে পাবে।

খেলোয়াড়দের উদ্দেশ্যে পাপন বলেন, সুপার স্টার হয়ে গেছি এমনটা চিন্তাও করা যাবে না। তোমরা অটোমেটিক্যালি সুপার স্টার হয়ে যাবে। এছাড়া আমাকে ছাড়া টিম চলবে না এমন চিন্তুা যেদিন মাথায় আসবে সেদিন থেকে মনে করতে হবে তার ক্যারিয়ার শেষ।

বিসিবি প্রধান বলেন, এটা দুই বছরের কন্ট্রাক, যদি আমরা দেখি তারা ইমপ্রুব, ভালো করছে তাহলে অবশ্যই এটা রিনিউ করব। আর যদি দেখি যে, না কারো মধ্যে একটু বিচ্যুতি ঘটেছে বা তার মধ্যে ওরকম কিছু দেখছি না তাহলে সে কন্ট্রাক থেকে বাদ পড়বে।

তিনি আরও বলেন, যাতে করে তারা তাদের ইসকিল ইমপ্রুভ করতে পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে। যত ভালো ফেসিলিটি দেওয়া দরকার বিসিবি তা করবে। আমাদের ফান্ড আনলিমিটেড। আমরা চাই, দুই বছর যেন তারা তাদের ইসকিল ভালো করতে পারে। জাতীয় দলে ঢোকা যেন তাদের সহজ হয়।

যুবাদের খেলার মধ্যে রাখার বিষয়ে তিনি বলেন, বাইরের দেশগুলোতে তাদের জন্য খেলার ব্যবস্থা করা, খেলার মধ্যে থাকা, দেশে বা বিদেশে সেই ব্যবস্থা আমরা করব। এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঠে আসে বিশ্বকাপ জয়ী টাইগার যুবারা। পরে সাতটার দিকে বিসিবির মাঠে খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন বিসিবি কর্মকর্তরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন টাইগার যুবারা

দেশে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন টাইগার যুবারা

জুনিয়রদের বিশ্বজয়ে সিনিয়রদের অভিনন্দন

জুনিয়রদের বিশ্বজয়ে সিনিয়রদের অভিনন্দন

ফাইনাল শেষে ধাক্কাধাক্কি, পাঁচজনকে বড় শাস্তি

ফাইনাল শেষে ধাক্কাধাক্কি, পাঁচজনকে বড় শাস্তি

টাইগার যুবাদের সংবর্ধনা দেবে সরকার

টাইগার যুবাদের সংবর্ধনা দেবে সরকার