আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরছেন বাংলাদেশ যুব দল। দীর্ঘ ১২ ঘণ্টায় প্রায় ৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ (বুধবার) বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ দল বহনকারী বিমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এছাড়া বিমান থেকে নামার আগে বিমানবন্দরে যুব টাইগাদের জানানো হবে ওয়াটার ক্যানন স্যালুট।
রোববার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করে বাংলাদেশ। ছয় নম্বরে নেমে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে প্রধান ভূমিকা রাখেন অধিনায়ক আকবর আলী।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আইসিসির চাওয়া মতো মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশের দলের প্রত্যক খেলোয়াড় ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নিয়েছেন। পরে বিশ্বকাপ জয়ী বাংলাদেশের খেলোয়াড়দের ছবি আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এদিকে বিশ্বকাপ জয়ী টাইগার যুবাদের বরণ করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে মিরপুরের মের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বকাপ জয়ী টাইগারদের ছবি সম্বলিত ব্যানার, আলোকসজ্জ্বাসহ রয়েছে নানা আয়োজন।
বিশ্বজয়ী টাইগারদের রাষ্ট্রীয়ভাবেই সংবর্ধনা দেওয়া হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সরকারের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হবে।
বিশ্বকাপ জয়ী বাংলাদেশ একাদশ
আকবর আলি (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, অভিষেক দাস, রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।