দাবানলে অস্ট্রেলিয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশ্ব তারকাদের চ্যারিটি বুশফায়ার ম্যাচের আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নারী দল।
ম্যাচের ইনিংস বিরতিতে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে এক ওভার ব্যাটিং করার অনুরোধ করেছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অলরাউন্ডার অ্যালিস পেরি। সেখানে পেরি টেন্ডুলকারের প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দেন। তবে সে চ্যালেঞ্জে টেন্ডুলকারই জয় পেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই অনুরোধ করেছিলেন পেরি। পাল্টা টুইটে পেরির অনুরোধ রাখার আশ্বাসও দেন টেন্ডুলকার। পরে রোবাবার মেলবোর্নের জংশন ওভালে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচের ইনিংস বিরতিতে ব্যাট-প্যাড-হেলমেট পড়ে ২২ গজে নেমে পড়েন টেন্ডুলকার।
ক্রিজে তিনিই একাই ব্যাটসম্যান ছিলেন। আর ১১ জনের ফিল্ডিং সাজিয়ে বল হাতে আক্রমণে ছিলেন পেরি।
পেরির প্রথম বলেই স্কয়ার লেগ দিয়ে চার মারেন টেন্ডুলকার। এরপরের তিন ডেলিভারিতে সাবলীলভাবে খেলেন টেন্ডুলকার। চার বল পর দলের সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ডের হাতে বল তুলে দেন পেরি। তাই ওভারের শেষ দু’বল করেন সাদারল্যান্ড।
শেষ দুই বলও সামনের পায়ে ড্রাইভ খেলেছেন টেন্ডুলকার। ওভার শেষে নারী ফিল্ডারদের সাথে হাত মেলান টেন্ডুলকার।
নিজের ব্যাটিং শেষে টেন্ডুলকার বলেন, ‘আমি প্রথমে খুবই নার্ভাস ছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম না, ঠিকমত বল দেখতে পাব কি-না। অনুশীলন সেশনে অল্প কিছুক্ষণ ব্যাটিং করেছিলাম। তবে নিশ্চিতভাবে বলতে পারছিলাম না ঠিকভাবে বল ব্যাট লাগাতে পারব কি-না। তবে ভালোভাবেই খেললাম এবং ক্রিজে তাদের সাথে দারুণ সময় কাটালাম।’
"I was more nervous than she was" - Sachin Tendulkar did his bit for the #BigAppeal today, facing Aussies Ellyse Perry & Annabel Sutherland. You can still donate at https://t.co/HgP8Vhnk9s pic.twitter.com/6bLWPSJ5Lh
— cricket.com.au (@cricketcomau) February 9, 2020