শ্রীলংকার বিপক্ষে প্রথম দিবা-রাত্রির টেস্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী জুন মাসে লংকান দলের ক্যারিবীয় সফরে এ দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে। শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে।
আসন্ন সফরে তিন টেস্টের সিরিজ খেলবে শ্রীলংকা। বার্বাডোজের কেনসিংটন ওভালে ২৩ জুন শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচটি দিবা-রাত্রির টেস্ট হবে বলে এসএলসির পক্ষ থেকে জানানো হয়েছে।
মে মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া লংকান দলটি দুই দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে। ত্রিনিদাদ ও টোবাগোর কুইন্স পার্ক ওভালে ৬ জুন শুরু হবে প্রথম টেস্ট।
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৪ জুন।
ওয়েস্ট ইন্ডিজ ইতিপুর্বে দুটি দিবা-রাত্রির টেস্ট খেলেছে। তবে নিজ মাঠে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলছে শ্রীলংকার বিপক্ষে। গত বছর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে ক্যারিবীয়রা।
ইতিহাসে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০১৫ সালের নভেম্বরে এডিলেডে কিউইদের বিপক্ষে প্রথম এ ম্যাচ আয়োজন করেছিল অস্ট্রেলিয়া।