ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। খেলার জন্য তারা দু’জনই এখন ফিট বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ফিজিও দেবাশিষ রয়।
মঙ্গলবার রয় বলেন, ‘মুশফিক হামস্ট্রিং ও ইমরুল কাফ ইনজুরিতে ভুগছিলেন। তাদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছিল। মুশফিকের গ্রেড ওয়ান ইনজুরি ছিল। আমরা আশা করেছিলাম, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন তিনি।’
তিনি আরও বলেন, ‘ইমরুলকে নিয়ে ধারণা ছিল, আরও এক সপ্তাহ লাগতে পারে। তবে আজ (মঙ্গলবার) দু’জনই আমাদের ফিজি ও ট্রেনারের কাছে ফিটনেস পরীক্ষায় পাস করেছে। দু’জনই খেলার জন্য এখন ফিট।’
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবেন মুশফিক ও কায়েস।
এদিকে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে না যাওয়ায় জিম্বাবুয়ে সিরিজের মুশফিককে খেলানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে ফিটনেস বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে চলতি মাসে একমাত্র টেস্টে মুশফিকের খেলতে কোন বাধা নেই।
এখন নির্বাচকদের উপর নির্ভর করবে মুশফিককে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানো হবে কি হবে না।