ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় মুশফিকদের অনুপ্রেরণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় মুশফিকদের অনুপ্রেরণা

ঢাকায় নিজ মাঠেই টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত পরাশক্তিকে হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পর ঢাকায় আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তাই শ্রীলংকার বিপক্ষে খেলতে নামার আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিপক্ষে পাওয়া দু’জয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

আজ মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলনের আগে সাংবাদিকদের ঢাকা টেস্ট নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকা সফরের পর নেতৃত্ব হারানো মুশফিক।

গত এক যুগে এই প্রথমবার চট্টগ্রামে কিপিং ও অধিনায়ক ছাড়া একজন ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন মুশি। ফলে কিছুটা হলেও চাপহীন ছিল তার মাঠের মধ্যেকার সময়। তবে কিপিংয়ে থাকলে পিচের চরিত্র সম্পর্কে কাছ থেকে ধারণা নেয়া যায় বলে জানান মুশফিক।

টেস্টে দল রান যাই করুক দলের জয়ের জন্য প্রয়োজন প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেয়া। ফলে ঢাকায় বোলারদের উপর আস্থা রাখতে চান তিনি। উইকেট নিয়ে তার অভিমত দু’দলই সমান সুযোগ পাবে, তাই উইকেট থেকে যারাই সুবিধা আদায় করতে পারবে ফলাফল তাদের পক্ষেই যাবে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ছেলের বাবা হলেন মুশফিক

ছেলের বাবা হলেন মুশফিক

জিম্বাবুয়ে ফিরলেন ভিটোরি

জিম্বাবুয়ে ফিরলেন ভিটোরি

ফিরলেন সাব্বির, বাদ সানজামুল-রুবেল

ফিরলেন সাব্বির, বাদ সানজামুল-রুবেল

গম্ভীরকে নিয়ে ৩টি শব্দ বললেন শাহরুখ

গম্ভীরকে নিয়ে ৩টি শব্দ বললেন শাহরুখ