নিউজিল্যান্ডের সাথে সুপার ওভার নামটা যেন একসাথে গেঁথে যাচ্ছে। বার বার সুপার ওভারের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে প্রতিবারই নিউজিল্যান্ডকে হারের স্বাদ নিতে হচ্ছে। সুপার ওভারে জয়ে দেখা পাওয়া যেন তাদের জন্য অধরা হয়ে গেছে।
সর্বশেষ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের কাছে সুপার ওভারে হারের স্বাদ পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এর আগে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সুপার ওভারে হেরেছিল কিউইরা।
সুপার ওভার মানেই যেন নিউজিল্যান্ডের কান্না। পরিসংখ্যানও তেমনটাই বলছে। নিজেদের ক্রিকেট ইতিহাসে ৮টি সুপার ওভারের ৭টিতেই হারের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যে ছয়টি টি-টোয়েন্টি ও ১টি ওয়ানডে ম্যাচ রয়েছে। সুপার ওভারে একমাত্র জয়টি ২০১০ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ওয়ানডেতে সুপার ওভারে নিউজিল্যান্ডের হারের রেকর্ডটি গত বিশ্বকাপে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের সাথে ৫০ ওভার ও সুপার ওভারে টাই করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির হিসেবে পিছিয়ে থেকে শিরোপা হাতছাড়া করেছিল নিউজিল্যান্ড।
সুপার ওভারে নিউজিল্যান্ডের পরিসংখ্যান
২০০৮ : ম্যাচ- টি-টোয়েন্টি, প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু- অকল্যান্ড, ফলাফল- হার
২০১০ : ম্যাচ- টি-টোয়েন্টি, প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া. ভেন্যু- ক্রাইস্টচার্চ, ফলাফল- জয়
২০১২ : ম্যাচ- টি-টোয়েন্টি, প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, ভেন্যু- পাল্লেকেলে, ফলাফল- হার
২০১২ : ম্যাচ- টি-টোয়েন্টি, প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু- পাল্লেকেলে, ফলাফল- হার
২০১৯ : ম্যাচ- ওয়ানডে, প্রতিপক্ষ- ইংল্যান্ড, ভেন্যু- লর্ডস, ফলাফল- হার
২০১৯ : ম্যাচ- টি-টোয়েন্টি, প্রতিপক্ষ- ইংল্যান্ড, ভেন্যু- অকল্যান্ড, ফলাফল- হার
২০২০ : টি-টোয়েন্টি, প্রতিপক্ষ- ভারত, ভেন্যু- হ্যামিল্টন, ফলাফল- হার
২০২০ : টি-টোয়েন্টি, প্রতিপক্ষ- ভারত, ভেন্যু- ওয়েলিংটন, ফলাফল- হার।