অনেক নাটকীয় ঘটনায় পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিন ধাপে পাকিস্তান সফর করবে টাইগাররা। একই সঙ্গে পূর্বের নির্ধারিত সিরিজের বাইরে অতিরিক্ত আরও একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
পাকিস্তানে বাংলাদেশের সফর নিয়ে চারদিকে যখন নানা কথা চলছে। ক্রিকেটিয় কূটনৈতিকের বিষয়ে নানা বিশ্লেষণ চলছে ঠিক এমন সময় বোমা ফাটালেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তার দাবি, বাংলাদেশকে সফরে রাজি করাতে গোপন চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় শোয়েব আখতার দাবি করেন, ‘বাংলাদেশের সফর নিশ্চিতের জন্য এশিয়া কাপ আয়োজনের সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান। যার ফলে এখন এশিয়া কাপ আয়োজক করবে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘দেশে (পাকিস্তান) আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য পিসিবি যে চেষ্টা করছে তাতে তাদের ধন্যবাদ প্রাপ্য। আমি সবাইকে বলব বাংলাদেশ নিয়ে বাজে কথা না বলতে। তারা এটা করেছে কোনো অদৃশ্য চাপের কারণে। আমি প্রকাশ্যে এ চাপ নিয়ে বলতে পারছি না। বিসিবিকে অনেক রাজনৈতিক পরিস্থিতি ও অনেক চাপ সামলাতে হয়েছে।’
২০২০ সালের এশিয়া কাপ নিয়ে শোয়েব আখতার বলেন, ‘বাংলাদেশের সফরের জন্য এশিয়া কাপ আয়োজনের সুযোগ ছেড়ে দেওয়া আমার কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বহু গুঞ্জন শোনা গেছে। অনেকের ধারণা, বাংলাদেশ যা চেয়েছে তাই হয়েছে। অন্যদের দাবি, পাকিস্তান সফরের বিনিময়ে এশিয়া কাপের আয়োজক হওয়ার অধিকার আদায় করে নিয়েছে। গোপন চুক্তির ফলে পাকিস্তানের জায়গায় এখন বাংলাদেশেই আয়োজিত হবে এশিয়া কাপ।’
তিন ধাপে সফরে পেছনের কারণ হিসেবে তিনি বলেন, ‘পাকিস্তান অনেক নিরাপদ দেশ। এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত। অনেক ক্রিকেটার এখানকার নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছে। কিন্তু এভাবে ভেঙে ভেঙে সফর আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। যদিও তাদের (বাংলাদেশ) এখানে সফরে আসাটা ইতিবাচক, কিন্তু এভাবে ধাপে ধাপে সফরে আসায় বাকি বিশ্বের কাছে সঠিক বার্তা পৌঁছাবে না।’
উল্লেখ্য, প্রথমে পাকিস্তান সফরে বাংলাদেশ শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি থাকলেও আইসিসির সফরে টি-টোয়েন্টির সাথে টেস্ট সিরিজ ও একটি ওয়ানডে ম্যাচ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এক সফরে নয়, তিন ধাপে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল।