>> তিন দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ
>> প্রথমে টি-টোয়েন্টি, দ্বিতীয়তে একটি টেস্ট এবং শেষটায় টেস্ট এবং একটি ওয়ানডে
--------------------------------------------------------------------------------------------
পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশে ক্রিকেটে দলের সঙ্কট কেটে যাওয়ার খবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজও খেলতে পাকিস্তানে যাচ্ছে। তবে তিনটি সিরিজ অনুষ্ঠিত হবে তিন দফায়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়, পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
পিসিবির বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ দলের ক্রিকেটাররা তিন দফায় পাকিস্তান সফরে যাবে। জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম দফায় তিনটি টি-টোয়েন্টি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
পাকিস্তানের পিএসএল শেষ হওয়ার পর তৃতীয় দফায় সফরে যাবে বাংলাদেশ। তখন একটি ওয়ানডে এবং বাকি টেস্ট খেলবেন টাইগাররা।
‘পিসিবি ও বিসিবি আসন্ন সিরিজের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে’ শিরোনামে পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিসি ফিউচার ট্যুার প্ল্যানের (এফটিপি) অংশ হিসেবেই পাকিস্তান সফরে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঐকমত্যে পৌঁছেছে।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, আমি খুবই খুশি যে, আমরা এ সফরের জট খুলতে সক্ষম হয়েছি। এটা দুটি ক্রিকেটজাতির জন্যও একটা গর্বের বিষয়। আমি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকেও ধন্যবাদ জানাতে চাই। তিনি দুই দেশের মধ্যে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দারুণ নেতৃত্ব দিয়েছেন।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি
প্রথম দফায়
২৪ জানুয়ারি : ১ম টি-টোয়েন্টি, লাহোর
২৫ জানুয়ারি : ২য় টি-টোয়েন্টি, লাহোর
২৭ জানুয়ারি : ৩য় টি-টোয়েন্টি, লাহোর।
দ্বিতীয় দফায়
৭-১১ ফেব্রুয়ারি : প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি
তৃতীয় দফায়
৩ এপ্রিল : একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল : ২য় টেস্ট, করাচি।
PCB-BCB reach agreement on upcoming series
— Pakistan Cricket (@TheRealPCB) January 14, 2020
MORE: https://t.co/7x189N2qpQ #PAKvBAN pic.twitter.com/3cZJhkBCyv