স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হলেও টেস্ট সিরিজ খেলতে রাজি নয় বাংলাদেশ। আগেই জানিয়ে দেওয়া এ সিদ্ধাতেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশের এ সফরে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার (৮ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলের খেলা চলাকালীন সময় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, আমরা এখনো পাকিস্তানের শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি আছি। তবে পাকিস্তান নতুন করে টি-টোয়েন্টি নয়, টি-টোয়েন্টির আগে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে।
নাজমুল হাসান পাপন সাংবাদিকদের সাথে কথা বলার আগে বোর্ড কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও উপস্থিত ছিলেন।
পাপন বলেন, আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে এখনো টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি আছি। খেলোয়াড়-কোচও টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি আছে। কাল (বৃহস্পতিবার) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, হাতে বেশি সময়ও নেই।
তিনি আরও বলেন, টেস্ট সিরিজটা যেহেতু আইসিসি চ্যাম্পিয়নশীপের অংশ, সেহেতু এটা না খেললে কী অসুবিধা হতে পারে সেটি নিয়েই আমরা কথা বলছি। পাকিস্তানও চাচ্ছে অন্তত টেস্ট সিরিজটা যেন আমার খেলি। এরপর টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ভাবা যাবে।
তাহলে কি বাংলাদেশ পাকিস্তান সফরে যাচ্ছে -এমনটা ধরে নেওয়া যায়? সাংবাদিকদের এমন প্রশ্নে পাপন বলেন, বিষয়টা আপনারা বুঝার চেষ্টা করেন। আমরা এখনো টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি আছি। খেলোয়াড়রাও রাজি আছে। তবে মূল কথা হলো, দীর্ঘ মেয়াদে কেউ পাকিস্তানে অবস্থান করতে চাচ্ছে না।
শেষ দিকে পাপন বলেন, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেলেও আসা যাওয়া থাকা মিলে মোট ৮ দিনের কম লাগবে না। সেক্ষেত্রে এক টেস্ট খেললে ৮ দিনের মধ্যে শেষ করা যাবে।
বিসিবি প্রধানের এমন মন্তব্যে সাংবাদিক মহলের ধারণা বাংলাদেশ হয়তো পাকিস্তানের নতুন প্রস্তাবের রাজিও হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে।