টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন রস টেইলর। একই সঙ্গে স্টিফেন ফ্লেমিংকেও পেছনে ফেললেন তিনি।
সোমবার (৬ জানুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে চা পানের বিরতির পর পরই মিড অন দিয়ে তিন রান নিয়ে লংগার ভার্সনে দেশটির সর্বোচ্চ রান সংগ্রহকারীর আসনে বসে যান টেইলর।
ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নামা ৩৫ বছর বয়সী এ কিউই ব্যাটসম্যান টপকে যান স্টিফেন ফ্লেমিংয়ের ৭ হাজার ১৭২ রানকে। ফ্লেমিং ১৯৯৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সর্বমোট ১১১টি ম্যাচে অংশ নিয়ে এত দিন লংগার ভার্সনে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ফ্লেমিং।
তবে সাবেক কিউই অধিনায়কের সংগ্রহ টপকে যাওয়ার পরপরই মাঠ ছাড়তে হয় টেইলরকে। ৫ বল পরেই পেসার প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ২২ রান করা এ ব্যাটসম্যান।