ছিল কড়া নিরাপত্তা, সবশেষ বৃষ্টির বাগড়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৬ জানুয়ারি ২০২০
ছিল কড়া নিরাপত্তা, সবশেষ বৃষ্টির বাগড়া

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল ভারতের গুয়াহাটি। এমন পরিস্থিতিতে বিভিন্ন বিধি-নিষেধ ও বেশ কড়াকড়ির মধ্যে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা জনিত সকল কিছু ঠিক থাকলেও হার মানতে হয়েছে বৃষ্টির কাছে।

শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক ভারতের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে বছরের প্রথম ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে।

এর আগেই দেশটির আবহাওয়া অফিস থেকে রোববার যে বৃষ্টি হতে তার পূর্বাভাস দিয়ে রেখেছিল। তবে বৃষ্টি থামলে আধ ঘণ্টার মধ্যে ম্যাচ শুরুর ইঙ্গিত দিয়েছেন অসম ক্রিকেট সংস্থা (এসিএ) সচিব দেবজিৎ।

সে অনুযায়ী গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়েছিল। জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। তবে বৃষ্টিতে সব শেষ।

বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের কারণে হতাশা নিয়ে মাঠ ছাড়েন দু’দলের ক্রিকেটার ও দর্শকরা।

আগামী ৭ জানুয়ারি ইন্দোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াশ আইয়ার, মনিষ পান্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পান্থ, শিবম দুবে, যুজবেন্দ্রা চাহাল, কুলদ্বীপ যাদব, রবিন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, নবদীপ সাইনি, জসপ্রিত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর।

শ্রীলঙ্কা দল
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুসকা গুনাতিলকা, আবিস্কা ফার্নান্দো, এ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, কুসল পেরেরা, নিরোশান ডিকবেলা, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপাকসে, ওশাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুসল মেন্ডিজ, লক্ষন সান্দাকান, কাসুন রাজিথা।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কড়া নিরাপত্তা, নেয়া যাবে না বাড়তি কিছু

ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কড়া নিরাপত্তা, নেয়া যাবে না বাড়তি কিছু

চার দিনের টেস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত

চার দিনের টেস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত

অস্ট্রেলিয়াকে কোহলিদের জন্য চ্যালেঞ্জ মনে করছেন গাঙ্গুলি

অস্ট্রেলিয়াকে কোহলিদের জন্য চ্যালেঞ্জ মনে করছেন গাঙ্গুলি

টেস্ট ক্রিকেটে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি

টেস্ট ক্রিকেটে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি