চুক্তির মেয়াদ পূরণের আগেই চাকরি হারানোর ক্ষতিপূরণ বাবদ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে ৫ মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছে বরখাস্ত হওয়া কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বোর্ডের একজন কর্মকর্তা রোববার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বোর্ডের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় চাকরিচ্যুতির বিষয়ে কোন ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এ দাবি করেছেন শ্রীলঙ্কার সাবেক এ টেস্ট তারকা ও কোচ।
বোর্ডের সচিব মোহন ডি সিলভা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘৫ মিলিয়ন ডলার দাবি করে তিনি একটি পত্র পাঠিয়েছেন।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে সানডে আইসল্যান্ড পত্রিকা জানিয়েছে , চুক্তির বাকি ১৮ মাসের পূর্ণ বেতন বাবদ হাথুরুসিংহের পাওনা এক মিলিয়ন ডলারের সামান্য বেশি। কিন্তু তার দাবি, অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়ায় আন্তর্জাতিক কোচ হিসেবে তার সম্মান হানি ঘটেছে। এর ক্ষতিপূরণ হিসেবেই তিনি বেতনসহ ৫ মিলিয়ন ডলার দাবি করেছেন।
হাথুরুর মাসিক বেতন ৬০ হাজার মার্কিন ডলার উল্লেখ করে আইসল্যান্ড জানায়, ক্ষতিপূরণ হিসেবে তাকে ছয় মাসের বেতন ছাড়া আর বেশি কিছুই দিতে রাজি নয় বোর্ড।
ইংল্যান্ড বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কারণে কোচ হাথুরুসিংহে ও তার সহকারীদের বরখাস্ত করে লঙ্কান বোর্ড। ওই আসরে ষষ্ঠ স্থান লাভ করে শ্রীলঙ্কা।
ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। নতুন ব্যাটিং কোচ হিসেবে জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ার যুক্ত হয়েছেন লঙ্কান দলে। বোলিং কোচ অস্ট্রেলিয়ার ডেভিড সাকের ও ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমট নিয়োগ পেয়েছেন। তবে তাদের দুই বছরের জন্য নিয়োগের শর্ত সম্পর্কে কিছু জানায়নি বোর্ড।