বঙ্গবন্ধু বিপিএলের ২৪তম ও দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছে সিলেট থান্ডার।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৮ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহীম।
চলমান বঙ্গবন্ধু বিপিএলে দুই দলের মধ্যে বেশ ভালো অবস্থানে আছে খুলনা টাইগার্স। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে তারা। অপরদিকে ৬ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল সিলেট।
খুলনা টাইগার্স একাদশ
মুশফিকুর রহিম (অথিনায়ক), রাইলি রুশো, রবার্ট ফ্রাইলিঙ্ক, নাজমুল হোসাইন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, নাজিবুল্লাহ জাদরান, সাইফুল ইসলাম, মোহাম্মদ আমীর, শহীদুল ইসলাম ও তানভির ইসলাম।
সিলেট থান্ডার একাদশ
মোসাদ্দেক হোসেন সৈকত (অথিনায়ক), মোহাম্মদ মিঠুন, রুবেল মিয়া, নাঈম হাসান, নাজমুল হোসাইন অপু, ইবাদাদ হোসাইন চৌধুরী, দোলোয়ার হোসাইন, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস ও শেরফানে রাদারফোর্ড।