আবারও নিষিদ্ধ হলেন হাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯
আবারও নিষিদ্ধ হলেন হাফিজ

পাকিস্তানি অলরাউন্ডার হাফিজের পিছু ছাড়ছে না নিষিদ্ধ শব্দটি। আবারও নিষিদ্ধ হলেন তিনি। তবে এবার জাতীয় দল থেকে নয়, তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত ৩০ আগস্ট মিডলসেক্সের হয়ে টনটনে সমারসেটের বিপক্ষে খেলেন ৩৯ বছর বয়সী এ অলরাউন্ডার। ভিটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের বদলি হিসেবে মোহাম্মদ হাফিজকে দলে নিয়েছিল মিডলসেক্স।

ওই ম্যাচে হাফিজের বোলিং অ্যাকশন সন্দেহজনক হলে আম্পায়ার সেটি রিপোর্ট করেছিলেন। এরপর লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উৎরাতে পারেননি তিনি। পরীক্ষার মাঠে বোলিং ডেলিভারি অ্যাশনে ১৫ ডিগ্রির বেশি বাক নিয়েছিল তার কনুই।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) লর্ডসে শুনানির পর মোহাম্মদ হাফিজকে নিষিদ্ধের ঘোষণা দেয় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট। তবে অ্যাকশন শুধরে আবারও বল করতে পারবেন তিনি।

এদিকে নিজেকে প্রমাণের জন্য আবারও পরীক্ষা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন হাফিজ। বলেন, ‘পরীক্ষিত একজন স্পিনার হিসেবে আমি এ দায় মেনে নিলেও ইসিবির নিয়ম অনুযায়ী আইসিসি অনুমোদিত সেন্টারে স্বাধীনভাবে (বোলিং অ্যাকশন) বিশ্লেষণের জন্য আমি প্রস্তুত।’



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানে শুধু টি-২০ সিরিজ খেলতেই অনড় বিসিবি

পাকিস্তানে শুধু টি-২০ সিরিজ খেলতেই অনড় বিসিবি

ঐতিহাসিক টেস্ট সিরিজ পাকিস্তানের

ঐতিহাসিক টেস্ট সিরিজ পাকিস্তানের

১০ বছর পর টেস্ট দলে ফাওয়াদ

১০ বছর পর টেস্ট দলে ফাওয়াদ

ক্রিকেট থেকে বিরতি নিলেন সানা মীর

ক্রিকেট থেকে বিরতি নিলেন সানা মীর