ঢাকা প্লাটুন দলের সাথে অবশেষে যোগ দিচ্ছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের আগে ভাইরাল জ্বরে পড়েন তিনি।
জ্বরে আক্রান্ত হওয়ায় চট্টগ্রামে না গিয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। তবে সুস্থ হয়ে আজ (শনিবার) দলের সাথে যোগ দিচ্ছেন তামিম। ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিন এমনটাই জানিয়েছেন।
ঢাকার অনুশীলনে সালাউদ্দিন বলেন, ‘আজ (শনিবার) দলের সাথে যোগ দিচ্ছেন তামিম। শারীরিক দুর্বলতা আছে, তবে আশা করছি দ্রুত পুরোপুরি সেরে উঠবে। চট্টগ্রাম পর্বে খেলার মতো ফিট থাকলে অবশ্যই খেলতে নামবে তামিম। তবে আমরা তাকে পর্যবেক্ষণ করব।’
জ্বরের সঙ্গে কুঁচকির চোটও ছিল তামিম ইকবালের। এ জন্য স্ক্যানও করা হয়েছে। রোববার স্ক্যান রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে ঢাকা প্লাটুন দলের কর্তৃপক্ষ। তবে আপাতত তামিমের পায়ে ব্যাথা নেই।
চলমান বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। তিনটি ম্যাচই ঢাকার মিরপুরে। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৭৪ রানের বিধ্বংসী ইনিংসও খেলেন তিনি। তামিমের অন্য দু’টি ইনিংস ছিল ৫ ও ৩১ রানের।
গত ১৮ ডিসেম্বর তামিমকে ছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচ খেলে ঢাকা। ওই ম্যাচটি ১৬ রানে হারে তারা। সামনে ২৩ এবং ২৪ ডিসেম্বর চট্টগ্রামে দু’টি ম্যাচ রয়েছে ঢাকা প্লাটুনের। কুমিল্লা ও সিলেট ওই দু’ম্যাচে ঢাকার প্রতিপক্ষ। এখন পর্যন্ত ৪টি ম্যাচে অংশ নিয়ে ২টি করে জয় ও হারের স্বাদ পেয়েছে ঢাকা প্লাটুন।