বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না অনেক দিন। চলমান বঙ্গবন্ধু বিপিএলে নিজেকে মেলে ধরার দারুণ এক সুযোগ রয়েছে। তবে এখানেও এক লজ্জার রেকর্ড গড়েলেন নাসির হোসেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে বল হাতে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ডের মালিক এখন নাসির হোসেন। মোহাম্মদ সাদ্দামের বাঁচিয়ে দিয়ে নিজের নাম লিখিয়েছেন তিনি।
বঙ্গবন্ধু বিপিএলের ১২তম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৪ ওভার বল করে ৬০ রান দিয়ে ২ উইকেট নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাসির। যা বিপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।
বিপিএলের ইতিহাসে নাসিরের রেকর্ড দখলের আগে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার লজ্জাটি দখলে রেখেছিলেন মোহাম্মদ সাদ্দাম। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ৫৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন খুলনা টাইটান্সের সাদ্দাম।
নাসিরের এ ৬০ রানের মধ্যে ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যাট হাতে পরপর তিনটি ছক্কা ও একটি চারে ২২ রান নেন।