ল্যাঙ্গেভেল্ডের চলে যাওয়া দলে প্রভাব ফেলবে না : সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯
ল্যাঙ্গেভেল্ডের চলে যাওয়া দলে প্রভাব ফেলবে না : সুজন

মাত্র পাঁচ মাসেরও কম সময় দায়িত্ব পালন শেষে বাংলাদেশের বোলিং কোচের পদ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় চার্ল ল্যাঙ্গেভেল্ড। হঠাৎ করে তার চলে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিন্তায় পড়াটা স্বাভাবিক।

তবে ল্যাঙ্গেভেল্ডে চলে যাওয়ায় ওপর প্রভাব ফেলবে না বলে মনে করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তার মতে, যেহেতু ল্যাঙ্গেভেল্ড খুব বেশি সময় দলের সাথে ছিলেন না, তাই দলের খুব বেশি সমস্যা হবে না।

বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন ছিল বঙ্গবন্ধু বিপিএলের দল খুলনা টাইগার্সের। খুলনার টিম ডিরেক্টর হিসেবে রয়েছেন সুজন। খুলনার ঐচ্ছিক অনুশীলন শেষে ল্যাঙ্গেভেল্ডের প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি।

সুজন বলেন, ‘এটা তো ব্যক্তিগত বিষয়। হয়তো এ সিদ্বান্তের পেছনে কোন কারণ আছে। খুব বেশি দিন হয়নি সে আমাদের সাথে কাজ করেছে। খুব যে বড় বেশি ধাক্কা, আমি বিশ্বাস করি না। কারণ, আমাদের ছেলেরা অনেক কোচিং পেয়ে গেছে। অনেক কোচদের অধীনে খেলেছে তারা। ল্যাঙ্গেভেল্ড দলের মধ্যে নতুন কিছু নিয়ে এসেছিলেন। সেটা হয়তো-বা এ কয়দিনে ছেলেরা আয়ত্ত করার চেষ্টা করেছে।’

ল্যাঙ্গেভেল্ডের শূন্য জায়গা খুব দ্রুত পূরণ হবে বলে জানান সুজন। বলেন, ‘আমার মনে হয় তার জায়গায় খুব দ্রতই কাউকে নেবে বিসিবি। পদটা শূন্য থাকবে না। টিমের হেড কোচ আছে, বাকিরা সবাই তো আছেই। অবশ্যই একটা কোচ আসে চলে যায়, এটাই হয়।’

তিনি আরও বরেণ, ‘কিন্তু আমার মনে হয় হারানোর কিছু নেই আসলে। এটাই ক্রিকেটের নিয়ম। হয়তো বা কেউ অনেক দিন থেকে যায়, কেউ তাড়াতাড়ি চলেও যায়। তারপরও ছেলেরা এখন যথেষ্ট পরিণত। কিন্তু আমাদের অবশ্যই একটা কোচ লাগবে। আমি মনে করি, তাড়াতাড়িই চলে আসবে কোন বোলিং কোচ।’

বিপিএলের শেষেই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ওই সফরের আগে ল্যাঙ্গেভেল্ডের চলে যাওয়ায় অস্থায়ী বোলিং কোচের দায়িত্ব পাবেন বিসিবির একাডেমি কোচ শ্রীলঙ্কার চাম্পাকা রামানায়েকে। অতীতেও বাংলাদেশের অস্থায়ী বোলিং কোচ হিসেবে কাজ করেছেন রামানায়েকে।



শেয়ার করুন :


আরও পড়ুন

চলে যাচ্ছেন টাইগারদের পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

চলে যাচ্ছেন টাইগারদের পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

পাকিস্তানে কেউ যেতে না চাইলে জোর করবে না বিসিবি

পাকিস্তানে কেউ যেতে না চাইলে জোর করবে না বিসিবি

নতুন কোচের কণ্ঠেও পুরোনো তাগিদ

নতুন কোচের কণ্ঠেও পুরোনো তাগিদ