বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। গত জুলাইয়ে টাইগার পেসারদের দায়িত্ব নেওয়া এ বোলিং কোচ ছয় মাস না হতেই চলে যাচ্ছেন। যদিও তার চুক্তির মেয়াদ ছিল দুই বছর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন ল্যাঙ্গেভেল্ট। বিসিবির কাছে সে অনুরোধ করেছে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। বিসিবিও তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় জাতীয় দলের কোচদের চুক্তি শেষ হওয়ার আগেই প্রধান কোচ স্টিভ রোডসকে বিদায় করে দেয় বিসিবি।
প্রধান কোচের পাশাপাশি পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের চুক্তি শেষ হওয়ায় তাকে আর ধরে রাখা হয়নি। চাকরি হারান স্পিন কোচ সুনিল জোশিও।
এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টরি এবং চার্ল ল্যাঙ্গেভেল্টকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেট্টরি এবং চার্ল ল্যাঙ্গেভেল্ট অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনে চুক্তিবদ্ধ হন। তবে চার্ল ল্যাঙ্গেভেল্ট নিজ দেশের প্রস্তাব পেয়ে বাংলাদেশ ছাড়ছেন।