রাহানেকে নিয়ে নতুন ভাবনা বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
রাহানেকে নিয়ে নতুন ভাবনা বিসিসিআই

আগামী বিশ্বকাপে ভারতীয় দলের ৪ নম্বর ব্যাটসম্যান হিসেবে অজিঙ্কা রাহানেকে ভাবতে শুরু করল বিসিসিআই। সেক্ষেত্রে প্রথম শুরুটা দুর্দান্ত হয়েছে রাহানের। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছেন ৭৯ রান।

শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, কেদার যাদব তো এতদিন চর্চাতে ছিলেনই, এবার সেই তালিকায় যোগ হলেন অজিঙ্কা রাহানেও। আর এমনটা হওয়ার কারণে ওপেনিং থেকেও নাম কাটা গেল ভারতের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের, এমনটাই মত ক্রিকেট বিশ্লেষকদের।

রাহানে ৪ নম্বরে ভাল করলে ৫ নম্বরে লড়াই হবে শ্রেয়স, মণীশ আর কেদারের মধ্যে। ব্যাটিংকে লেজের দিকে শক্তিশালী করতে থাকছেন অলরাউন্ডার হার্দিক এবং বিশ্বের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনিও।

ভারতীয় দলের এই গবেষণা নিয়ে অধিনায়ক বিরাট কোহলি বলেন, বিগত কয়েক মাস ধরেই দলে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিশ্বকাপ শুরুর আগে আমাদের কাছে আর তেমন সুযোগ নেই। তাই আমরা সবকিছুই পরীক্ষা করতে চাই।"

ডারবানে ভারতীয় দলে রাহানের ৪ নম্বর ব্যাটসম্যান হিসেবে প্রত্যাবর্তন নিয়ে বিরাট বলেন, "এতদিন পর্যন্ত রাহানেকে দলের তিন নম্বর ওপেনার হিসেবেই ভাবা হয়েছিল। কিন্তু এর আগেও বিশ্বকাপের (২০১৫) মত মঞ্চে চার নম্বরে ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে রাহানের। দলের প্রয়োজন ইনিংসের শেষ পর্যন্ত পেস বল খেলতে পারা একজন ব্যাটসম্যানের। সেক্ষেত্রে রাহানে কঠিন প্রতিযোগী।"

ধারাবাহিক দলের বদলে বরাবরই পরিবর্তনে বিশ্বাসী বিরাট আরও বলেন, "আমরা কখনই একমুখী হয়ে খেলতে চাই না। রাহানে ছাড়াও আমাদের কাছে শ্রেয়স এবং মণীশ আছে। দেখতে হবে, এই পরিস্থিতে কে সবথেকে ভাল টেকনিক ব্যবহার করে সফল হচ্ছেন। আমাদের কাছে সব দিকই খোলা রয়েছে।"



শেয়ার করুন :


আরও পড়ুন

লিডের চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা, টাইগারদের হতাশা

লিডের চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা, টাইগারদের হতাশা

দলে ফিরলেন স্টোকস, তবুও শঙ্কা

দলে ফিরলেন স্টোকস, তবুও শঙ্কা

হেনড্রেন-গিলেস্পি হতে পারলেন না মেন্ডিস, তবে শ্রীলঙ্কার প্রথম

হেনড্রেন-গিলেস্পি হতে পারলেন না মেন্ডিস, তবে শ্রীলঙ্কার প্রথম

তামিমের পর মমিনুলের প্রশংসায় হেরাথ

তামিমের পর মমিনুলের প্রশংসায় হেরাথ