পাকিস্তানে কেউ যেতে না চাইলে জোর করবে না বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯
পাকিস্তানে কেউ যেতে না চাইলে জোর করবে না বিসিবি

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে পাকিস্তান সফরের সূচি রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে বাংলাদেশের ওই সফর এখনও নিশ্চিত নয়।

সরকারের নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদন এখনো হাতে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তান সফরের জন্য কোন খেলোয়াড়কে জোড় করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সম্প্রতি সাংবাদিকদের পাপন বলেন, ‘সরকারের অনুমতি নিয়ে আমরা এর আগে একটি বয়স ভিত্তিক পুরষ ও জাতীয় মহিলা দল পাকিস্তান পাঠিয়েছিলাম। জাতীয় পুরুষ দল পাঠানোর বিষয়ে আমরা এখনও অনুমতি পাইনি। এটা নিরাপত্তার বিষয়।’

তিনি বলেন, ‘বয়স ভিত্তিক থেকে জাতীয় দল সবার জন্যই একই ধরনের নিরাপত্তা থাকতে হবে। যাই হোক আমি মনে করি চার/পাঁচ দিনের মধ্যে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’

এমনকি সরকারের অনুমতি পেলেও এখনও তাদের বেশ কিছু ইস্যূর সমাধান করতে হবে বলেও জানান পাপন। বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে-খেলোয়াড়রা পাকিস্তান সফরে যেতে চায় কিনা এবং এর সাথে আরও কিছু বিষয় আছে।’

তিনি আরও বলেন, সফর সম্পর্কে সরকারের অনুমতি পেলেও পাকিস্তান সফর নিয়ে প্রত্যেক খেলোয়াড়ের মতামত জানতে চাইবে বিসিবি। সফর সম্পর্কে আমাদের খেলোয়াড়দের মতামত নিতে হবে। তারা যেতে চাইলে যেতে পারে আবার নাইলে না যেতে পারে। পাকিস্তান সফরে আমরা কাউকে জোড় করবো না।

অধিকাংশ খেলোয়াড় যেতে না চাইলে, সে ক্ষেত্রে বিসিবি বিকল্প দল পাঠাবে। সব কিছুই নির্ভর করবে তৎকালীন সময়ের ওপর।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

ওয়েস্ট ইন্ডিজের দুইজনের কাছেই হারলো ভারত

ওয়েস্ট ইন্ডিজের দুইজনের কাছেই হারলো ভারত

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

মাশরাফিদের টানা জয়ে সিলেটের তৃতীয় হার

মাশরাফিদের টানা জয়ে সিলেটের তৃতীয় হার