রাজশাহী রয়্যালসের অলক কাপালি, বোপারা ও ফরহাদ রেজাদের বোলিং তোপে ১৫ ওভার ৩ বলেই ৯১ রানের গুটিয়ে গেছে সিলেট থান্ডার। সিলেটের হয়ে সর্বোচ্চ ২০ রান করে করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও মিঠুন।
টস হেরে ব্যাট করতে নেমেই ভালোই শুরু করে সিলেট থান্ডারের দুই ওপেনার। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় সিলেট।
এছাড়া দলের পক্ষে জনসন চার্লস (১৬), জীবন মেন্ডিসের (০) মতো বিদেশি ব্যাটসম্যানরা দলের জন্য কিছুই করতে পারেননি। দলের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানও স্থানীয় ব্যাটসম্যানদের।
রাজশাহীর পক্ষে বল হাতে সবচেয়ে সফল অলক কাপালি। ৩ ওভার হাত ঘুরিয়ে ১৭ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ৩টি উইকেট।