বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিন শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনের প্রথম ও টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী রয়্যালস ও সিলেট থান্ডার। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করছে সিলেট।
বঙ্গবন্ধু বিপিএলের আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) তৃতীয় দিন। এর আগে গত দুই দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলমান বিপিএলের দ্বিতীয় দিন মিরপুরের গ্যালারিতে দর্শকের দেখা মিললেও প্রথম দিন দর্শকের তেমন উপস্থিতি ছিল না।
বাংলাদেশ ক্রিকেটের টি-২০ ভার্সনের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে প্রথম ম্যাচে দর্শক খরা মিলে জন্ম দেয় নানা প্রশ্নের। বিশেষ করে এবারের আসরটি আরও বিশেষ আসর হিসেবে আয়োজন করেছে বিসিবি। তবে আশার কথা হলো, বিপিএলের তৃতীয় দিনের শুরুতেই মিরপুরের গ্যালারিতে দেখা মিললো সেই চিরচেনা রূপ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ছুটির দিন হওয়া খেলা শুরু আগেই দর্শকদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যায়। রাজশাহী-সিলেটের মধ্যকার ম্যাচে টস হওয়ার পর থেকেই বাড়তে থাকে দর্শকের সংখ্যা।
খেলা শুরু হওয়ার পর পরই মিরপুর মাঠের পূর্ব গ্যালারি পূর্ণ হয়ে যায়। পৌষের মাত্র ২ দিন আগের হালকা শীতের মাঝে রোদে বসেই তারা খেলা দেখছেন। গ্যালারিতে বসে চার-ছয়ের মার বা উইকেট পতনের সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠছেন টাইগার ভক্তরা।
শুক্রবার জুমার নামাজের দিন হওয়া আজকের ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা পিছিয়ে ২টায় শুরু করা হয়েছে। দিনের প্রথম খেলায় রাজশাহী রয়্যালস বনাম সিলেট থান্ডারের মধ্যকার ম্যাট শেষ হওয়ার পর দিনের দ্বিতীয় খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা। সেটিও আধা ঘণ্টা পেছানো হয়েছে।
এদিকে প্রথম ম্যাচেই দর্শক সংখ্যা দেখে আশা করা হচ্ছে দিনের দ্বিতীয় ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। সেই চিরচেনায় ফেরে আসবে মিরপুরের ক্রিকেট গ্যালারি।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ ম্যাচের দল দুটিরও এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) রাজশাহীর কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মাশরাফি-তামিমের দল ঢাকা। অন্যদিকে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সকে বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।