রশিদ খানকে সরিয়ে আবারও আফগান আসগরের কাছে ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে আফগানিস্তান। অনেক জল ঘোলা করার পর আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হলো অভিজ্ঞ ব্যাটসম্যান আসগর আফগানের হাতে।
উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে বুধবার (১১ ডিসেম্বর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২০১৯ বিশ্বকাপের আগে হঠাৎই নেতৃত্ব হারানোর পর আবারও অধিনায়কত্বে ফিরলেন তিনি।
বিশ্বকাপের আগে আফগানিস্তানের নেতৃত্ব থেকে আসগর আফগানকে সরিয়ে ওয়ানডের অধিনায়ক করা হয় গুলবাদিন নাইবকে। আর রহমত শাহকে টেস্ট ও রশিদ খানকে দেওয়া হয় টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব।
এসিবির ওই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা হয়। মোহাম্মদ নবী ও রশিদ খান প্রকাশ্যেই বোর্ডের সমালোচনা করেছিলেন। তবে আফগান ক্রিকেট বোর্ড যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বকাপেই তা প্রমাণ হয়ে যায়।
ইংল্যান্ড ও ওয়েলসের আসরে সব ম্যাচ হারের পর ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় গুলবাদিনকে। একই সঙ্গে আফগানিস্তানের টেস্ট, টি-২০ ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পান রশিদ খান। আর এবার রশিদকেও সরিয়ে দেওয়া হলো।
দেশটির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার আসগর আফগান সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ১৮১টি ম্যাচ খেলেছন। যার ১০৪টি ম্যাচেই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।