নো বল কল করার ক্ষেত্রে অভিনব এক নিয়ম চালু করতে যাচ্ছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী বোলারদের ফ্রন্ট ফুট নো বলের ক্ষেত্রে মাঠের আম্পায়াররা নন, সিদ্ধান্ত নেবেন তৃতীয় আম্পায়ার।
আর এ নতুন নিয়ম ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ থেকেই চালু হচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নামছে ভারত। যে ম্যাচেই পরীক্ষামূলকভাবে এ নিয়ম চালু করতে যাচ্ছে আইসিসি।
এক বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বলেছে, পরীক্ষামূলকভাবে এ নিয়ম চালু হচ্ছে। টিভিতে প্রতিটা বলের ওপরে নজর রাখবে তৃতীয় আম্পায়ার। তাদের ওপরে দেখার দায়িত্ব থাকবে কোনও ফ্রন্ট ফুট নো বল হচ্ছে কি না।’
ফ্রন্ট ফুট নো বলের নিয়ম হলো- বল ডেলিভারি করার সময় বোলারের সামনের পায়ের কোনও অংশ পপিং ক্রিজের লাইনের ভেতরে থাকতে হবে। যদি না থাকে, তাহলে সেটা নো বল। টিভিতে সেটাই দেখবেন তৃতীয় আম্পায়ার।
যদি দেখা যায় বোলার নো বল করেছেন, সে বিষয়ে আইসিসি বলছে, যদি তৃতীয় আম্পায়ার দেখেন ফ্রন্ট ফুট নো বল হয়েছে, তাহলে তিনি সঙ্গে সঙ্গে সেটা মাঠের আম্পায়ারকে জানাবেন। তৃতীয় আম্পায়ারের পরামর্শ মতো মাঠের আম্পায়ার নো বল ডাকবেন। তৃতীয় আম্পায়ারের পরামর্শ ছাড়া মাঠের আম্পায়াররা নো বল ডাকতে পারবেন না।
যদি পরিষ্কারভাবে বোঝা না যায় বোলারের পা পপিং ক্রিজের ভেতরে আছে কি না, তা হলে কী হবে? এর জবাবে আইসিসি বলছে, সন্দেহের অবকাশ থাকলে নো বল ডাকা হবে না।