সপরিবারে ওমরাহ পালন করলেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮
সপরিবারে ওমরাহ পালন করলেন মাশরাফি

ত্রিদেশীয় সিরিজ শেষে অঘোষিত ছুটি কাটাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেললেও সেখানে নেই মাশরাফি। কারণ তিনি এখন শুধু জাতীয় দলে জার্সি গায়ে ওয়ানডে দলে খেলেন।

টাইগার দলের এ ওয়ানডে অধিনায়ক ছুটি কাটালেও তা ঘুরেফিরে বা অন্য কাজ করে সময় নষ্ট করার মানুষ নন। অঘোষিত এ ছুটিতে মাশরাফি পালন করছেন ওমরাহ হজ।

বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে অবস্থান করছেন সৌদি আরবে। গত পরশু তারা ওমরাহ হজ পালন করেছেন। হজ পালন শেষে মাথায় ছোট চুল ও সাদা পাঞ্জাবি পাজামা পড়িহিত ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে তার পাশে বসে আছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সঙ্গে আছেন তার স্ত্রী ও দুই সন্তান। এছাড়া নুরুলের সঙ্গে তার স্ত্রী গেছেন হজ পালন করতে। পরিবার নিয়ে মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত পরশু। দুজন দোয়া চেয়েছেন দেশ ও বাংলাদেশ দলের জন্য।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রশ্নবিদ্ধ হচ্ছে আইপিএলের নিলাম পদ্ধতি

প্রশ্নবিদ্ধ হচ্ছে আইপিএলের নিলাম পদ্ধতি

বিশ্বকাপে ফেভারিটের তকমা চান ইংল্যান্ড কোচ

বিশ্বকাপে ফেভারিটের তকমা চান ইংল্যান্ড কোচ

দ্রাবিড়কে চায় পাকিস্তান

দ্রাবিড়কে চায় পাকিস্তান

৩২৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

৩২৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা