শহীদ-সানিকেও ‘শাস্তি’ দিল বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ০২ ডিসেম্বর ২০১৯
শহীদ-সানিকেও ‘শাস্তি’ দিল বিসিবি

সতীর্থকে পিটিয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। এবার সেই ঘটনায় দুই সতীর্থ মোহাম্মদ শহীদ ও আরাফাত সানিকেও (জুনিয়র) শাস্তি দেওয়া হয়েছে।

শাহাদাত হোসেনের পাঁচ বছরের মধ্যেছিল দুই বছর শাস্তি স্থগিত রয়েছে। পাশাপাশি তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে এ দু’জনকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে তারা স্বাভাবিকভাবে খেলা চালিয়ে যেতে পারবেন। কিন্তু এর মাঝে যদি কোনো বিতর্কে জড়ান তাহলে সে শাস্তি শুরু হবে।

জানা গেছে, ওই ঘটনায় সানিরও দায় পাওয়া গেছে। ফলে তাকে শাস্তি দেওয়া হয়েছে। আর শহীদ শাস্তি পেয়েছেন ঘটনার সূত্রপাত তার হাত ধরেই। তাদের এসব শাস্তির বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ঢাকা বিভাগের মধ্যকার জাতীয় লিগের ম্যাচে সতীর্থ আরাফাত সানিকে (জুনিয়র) মাঠে পেটান শাহাদাত। ম্যাচ চলাকালীন সময়ে এ কাণ্ডে শাহাতাদকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল।

জানা যায়, শাহাদাত বলের একটি অংশে শাইন দিতে সানিকে নির্দেশ দেন। সানি তাতে অনীহা প্রকাশ করলে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন শাহাদাত। এ সময় তিনি সানিকে চড়-থাপ্পড়-লাথি মারেন। পরিস্থিতি সামাল দিতে সতীর্থ এবং আম্পায়াররা এগিয়ে আসেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পাঁচ বছরের নিষেধাজ্ঞায় শাহাদাত হোসেন

পাঁচ বছরের নিষেধাজ্ঞায় শাহাদাত হোসেন

ডোপ টেস্টে ব্যর্থ অনিক, নিষিদ্ধ হতে পারেন দীর্ঘ মেয়াদে

ডোপ টেস্টে ব্যর্থ অনিক, নিষিদ্ধ হতে পারেন দীর্ঘ মেয়াদে

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

তামিম-মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন

তামিম-মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন