ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-১০ ক্রিকেটের তৃতীয় আসরের শিরোপা জিতলো মারাঠা অ্যারাবিয়ানস। রোববার রাতে টুর্নামেন্টের ফাইনালে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ৮ উইকেটে হারিয়েছে ডোয়াইন ব্রাভোর দল।
ফাইনাল ম্যাচে লাসিথ মালিঙ্গা, ক্রিস লিন, ডোয়াইন ব্রাভোদের অ্যারাবিয়ানসের কাছে পাত্তাই পায়নি শেন ওয়াটসন, কাইরন পোলার্ড, মোহাম্মদ শাহজাদদের ডেকান। আগে ব্যাট করে মাত্র ৮৭ রান করতে পেরেছিল ডেকান। যা কি না ১৬ বল হাতে রেখেই টপকে যায় অ্যারাবিয়ানস।
আবুধাবিতে ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মারাঠা অ্যারাবিয়ানস। প্লে-অফ থেকে ওঠে আসা ডেকান গ্ল্যাডিয়েটর্সের ব্যাটসম্যানরা শুরুতে ব্যাটিংয়ে নেমে এবার পেরে উঠতে পারেনি মালিঙ্গা-ব্রাভোদের কাছে।
শেহজাদ, ওয়াটসন, পোলার্ডরা উইকেটেই থাকতে পারেনি বেশিক্ষণ। সর্বোচ্চ ২৫ রান করেন আসিফ খান। আর দলের সংগ্রহ ৮ উইকেটে ৮৭ রান।
মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা দেরি করতে হয়নি মারাঠা অ্যারাবিয়ানসের। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ক্রিস লিন ১০ বলে ১৬ করে ফিরলেও আরেক ওপেনার চাডউইক ওয়ালটনের ২৬ বলে অপরাজিত ৫১ রানে ৭.২ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মারাঠা অ্যারাবিয়ানস।
ম্যাচসেরা হয়েছেন চাডউইক ওয়ালটন। আর সিরিজ সেরা ক্রিস লিন।