ভারত সফরে টি-২০ ও টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তারা হলেন- টেস্ট অধিনায়ক মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, আল আমিন ও মোস্তাফিজুর রহমান।
রোববার (২৪ নভেম্বর) দিনগত রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দলের বাকি সদস্যরা দেশে ফিরছেন আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার।
আপাতত বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক কোনো সিডিউল নেই। তবে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ১১ ডিসেম্বর থেকে। তার আগে ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন।
বঙ্গবন্ধু বিপিএলে অংশ নেবে সাতটি নতুন দল- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
এদিকে দীর্ঘদিন পর ভারত সফরে গিয়ে হাসিমুখে ফেরা হয়নি বাংলাদেশ দলের। জয় দিয়ে মিশন শুরু করলেও বড় হারেই শেষ হয়েছে ভারত সফর।
টি-২০ সিরিজের ২-১ ব্যবধানে হারের পর বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছে খুবই বাজেভাবে। ইন্দোর টেস্টে হারার পর ইডেনেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। রোববার (২৪ নভেম্বর) তৃতীয় দিনে মাত্র ৪৭ মিনিট উইকেট ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভারতীয় পেসারদের তোপে শেষমেশ ইনিংস ও ৪৬ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ টেস্ট দল।