শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের ১১তম আসরের নিলাম। তবে এরই মাঝে আইপিএলে ক্রিকেটারদের নিলাম নিয়ে প্রশ্ন তুলেছে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। গরু ছাগলের মতো ক্রিকেটারদের কেনা বেচা করা হচ্ছে বলে তাদের অভিযোগ।
নিলামের পদ্ধতি বদলের দাবি তুলেছেন এনজেসিপিএ প্রধান হিথ মিলস। ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী ইতিমধ্যেই আর্থিক তছরূপের টুর্নামেন্ট আখ্যা দিয়েছেন আইপিএলকে। তারপর এনজেসিপির অভিযোগে বেশ চাপে পড়ল বিসিসিআই। চাপে পড়ে আইপিএলের সিইও হেমাঙ্গ আমিন জানিয়েছেন তারা ড্রাফটিং সিস্টেম চালু করার কথা ভাবছেন।
আইপিএলের নিলাম নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ গাঙ্গুলিও। তার মতে, নিলামে ক্রিকেটারদের মান অনুযায়ী টাকা দেওয়া হয় না।