কাউকে না জানিয়ে কলকাতায় সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৩ নভেম্বর ২০১৯
কাউকে না জানিয়ে কলকাতায় সাকিব

কলকাতার ইডেন গার্ডেনসে স্বাগতিক ভারতের বিপক্ষে গোলাপী বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। তবে আইসিসি নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

এদিকে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান হঠাৎই কলকাতা সফেরে গেছেন। কলতাকায় গিয়ে হায়াৎ রিজেন্সি হোটেলে উঠেছেন তিনি। তবে তিনি ক্রিকেট সংশ্লিষ্ট কাজের জন্য কলকাতা যাননি।

নিষেধাজ্ঞায় পড়ে ক্রিকেট থেকে দূরে থাকায় ওমরাহ পালন করতে সৌদি আরব গেছিলেন সাকিব আল হাসান। মক্কায় ওমরাহ পালন শেষে দেশে না ফিরে সোজা কলকাতায় চলে গেছেন সাকিব। তবে কারো আমন্ত্রণ জানায়নি তিনি।

গোলাপী বলে ফ্ল্যাড লাইটের আলোয় ইডেন গার্ডেনে চলছে বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্ট। ভারতের মাটিতেও প্রথম। গোলাপী বলের খেলার সাথে কলকাতাও বদলে গেছে পিঙ্ক নগরীতে। তবে সাকিব কলকাতা গেছেন মিডিয়াকে এড়িয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জাতীয় দলের টিম ম্যানেজমেন্টও জানিয়েছে, সাকিবের বিষয়ে তারা কিছু জানেন না। সাকবের এটি তার ব্যক্তিগত সফর।

এছাড়া এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় আইপিএলের হায়দারাবাদ দল থেকেও সাকিবকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সেখানে সাকিবের কাজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। মাশরাফিও তার ব্যক্তিগত কাজে অবস্থান করছেন বরে জানা গেছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

বাংলাদেশ ক্রিকেট দলকে সাকিবের অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে সাকিবের অভিনন্দন

টি-২০ র‌্যাংকিং থেকে সাকিবের নাম উধাও!

টি-২০ র‌্যাংকিং থেকে সাকিবের নাম উধাও!

নিষেধাজ্ঞার চারদিন পর মুখ খুললেন সাকিব

নিষেধাজ্ঞার চারদিন পর মুখ খুললেন সাকিব