উইন্ডিজ সিরিজে ভারতের দল ঘোষণা, ফিরলেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৭ এএম, ২৩ নভেম্বর ২০১৯
উইন্ডিজ সিরিজে ভারতের দল ঘোষণা, ফিরলেন কোহলি

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসে নিজ মাঠে অনুষ্ঠিতব্য তিন টি-২০ ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। ক্যারিবীয়দের বিপক্ষে ভারতীয় দলের নেতৃত্বে ফিরেছেন বিরাট কোহলি।

কোহলি ছাড়াও টি-২০ ও ওয়ানডে উভয় ফরম্যাটে দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার ও স্পিন বোলিং অল-রাউন্ডার রবিন্দ্র জাদেজা টি-২০ দলে ফিরে এসেছেন। অন্যদিকে এদের জায়গা করে দিতে বাংলাদেশের বিপক্ষে দলে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ও দুই পেসার খলিল আহমেদ ও শারদুল ঠাকুর বাদ পড়েছেন।

টি-২০র মত ওয়ানডে দলেও ফিরেছেন পেসার ভুবেনশ্বর কুমার ও কুলদীপ যাদব। প্রথমবারের মত ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শিবম দুবে। টি-২০ ফরম্যাটে ভালো পারফরমেন্স করার সুবাদে ওয়ানডে দলে ডাক পেলেন দুবে।

ফর্মহীনতা ভোগা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্থের স্থানে অনেকেই স্যামসনের অন্তর্ভূক্তি প্রত্যাশা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত স্যামনসকে ক্যারিবীয়দের বিপক্ষে বিবেচনা করেননি ভারতীয় নির্বাচকরা। আগামী বছরের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে পরবর্তী কয়েক মাসে বিভিন্ন টি-২০ সিরিজে নির্বাচকরা নতুনদের পরখ করে দেখার ইঙ্গিত দিয়েছেন।

৬ ডিসেম্বর মুম্বাইয়ে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সংক্ষিপ্ত ভার্সন শেষ ১৫ ডিসেম্বর শুরু জবে ওয়ানডে সিরিজ।

ভারতের টি-২০ স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়াশ আইয়ার, মনীষ পান্ডে, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার।

ওয়ানডে স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীষ পান্ডিয়া, ঋসভ পান্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ সামি ও ভুবেনশ্বর কুমার।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

দেশের মাটিতে কোহলির তৃতীয় ‘ডাক’

দেশের মাটিতে কোহলির তৃতীয় ‘ডাক’

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি, অধিনায়ক রোহিত

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি, অধিনায়ক রোহিত

দুঃসময়ে থাকা জিম্বাবুয়েকে হতাশ করলো ভারত

দুঃসময়ে থাকা জিম্বাবুয়েকে হতাশ করলো ভারত