মাথায় বলের আঘাত পেয়ে ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম দিন মাঠের বাইরে চলে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তারা হলেন- লিটন দাস ও নাঈম হাসান।
আঘাত পাওয়ার পর তারা আর না খেলায় তাদের পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে খেলতে নামেন যথাক্রমে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ফলে একদিনে দুই ‘কনকাশন সাব’ খেলার রেকর্ড গড়লো বাংলাদেশ।
আইসিসির নতুন নিয়মের পর এই প্রথম কোন দল এক দিনে বা এক টেস্টে দুই ‘কনকাশন সাব’ খেলালো বাংলাদেশ। বিশ্বের চতুর্থ ও পঞ্চম ‘কনকাশন সাব’ খেলোয়াড় হিসেবে খেলতে নেমেছে মিরাজ ও তাইজুল।
বিশ্বের প্রথম ‘কনকাশন সাব’ খেলোয়াড় হলেন মার্নাস লাবুশেন । গত আগস্টে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে স্টিভেন স্মিথের পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে খেলতে নেমেছিলেন লাবুশেন।
‘কনকাশন সাব’ খেলোয়াড়দের তালিকা
স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) : কনকাশন সাব- মার্নাস লাবুশেন, ভেন্যু- ইংল্যান্ডের লর্ডস
ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) : কনকাশন সাব- জার্মেই ব্ল্যাকউড, ভেন্যু- ভারতের কিংস্টন
ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা) : কনকাশন সাব-থিউনিস ডি ব্রুইনা, ভেন্যু-ভারতের রাঁচি
লিটন দাস (বাংলাদেশ) : কনকাশন সাব- মেহেদী হাসান মিরাজ, ভেন্যু- ভারতের কলকাতা
নাঈম হাসান (বাংলাদেশ) : কনকাশন সাব- তাইজুল ইসলাম, ভেন্যু- ভারতের কলকাতা।