চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনে সপ্তম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে এ কীর্তি অর্জন করলেন চট্টগ্রাম টেস্টের অধিনায়ক।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে ক্যারিয়ারের ১৫তম হাফ সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক হিসেবেই প্রথম ম্যাচ খেলতে নেমেই এই মাইলফলকে পৌঁছান তিনি। এই ম্যাচে নামার আগে ক্যারিয়ারে ১ হাজার ৯৩১ রান ছিল তাঁর। এ টেস্টে ১৩৪ বলে ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালে কিংসটাউনে অভিষেক হয় মাহমুদউল্লাহ। ক্যারিয়ারে ৩৬ টেস্টে ৬৬ ইনিংসে ৩০.১৭ রানের গড়ে ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের একটি সেঞ্চুরি রয়েছে। তার ব্যক্তিগত সর্বোচ্চ ১১৫ রান।
বাংলাদেশের হয়ে ব্যক্তিগত ইনিংসে মাহমুদউল্লাহর উপর রয়েছেন তামিম ইকবাল (৩ হাজার ৯৩৯), মুশফিকুর রহিম (৩ হাজার ৬০৮), সাকিব আল হাসান (৩ হাজার ৫৯৪), হাবিবুল বাশার (৩ হাজার ২৬), মোহাম্মদ আশরাফুল (২ হাজার ৭৩৭), মুমিনুল হক (২ হাজার ১৬)।