পাকিস্তান নারী দলের ক্রিকেটার সানা মীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন। ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে নিজেকে আরও প্রস্তুত করার জন্য আপাতত এ বিরতি। এর ফলে কুয়ালালামপুরে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলছেন না অফ-ব্রেক এ বোলার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে প্রকাশিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানা মীর বলেছেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে আগামী মাসের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকছি না। এ সময়টা আমি পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে ব্যবহার করবো।
তিনি আরও বলেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তান জাতীয় দলকে শুভকামনা জানাই। আশা করি, সিরিজে তারা তাদের সেরাটাই উপহার দেবে।
ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। কুয়ালালামপুরে সিরিজটি শুরু হবে ৯ ডিসেম্বর। এ সিরিজকে সামনে রেখে ২১ নভেম্বর থেকে করাচিতে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবে পাকিস্তান।