এবার নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার এমিলি স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ পিএম, ১৮ নভেম্বর ২০১৯
এবার নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার এমিলি স্মিথ

ফাইল ছবি

দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গ করে দলীয় লাইনআপ প্রকাশ করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান এমিলি স্মিথ। আনুষ্ঠানিকভাবে ঘোষণার এক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে দল প্রকাশ করে দিয়েছিলেন তিনি।

সোমবার (১৮ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ৯ মাসের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করায় হবার্ট হারিকেন্সের এ ক্রিকেটার তিন মাসের জন্য একেবারে প্যাডআপও করতে পারবেন না। ফলে মৌসুমের বাকি সময় তাকে মাঠের বাইরে কাটাতে হবে।

২৪ বছর বয়সি এ নারী ক্রিকেটার ২ নভেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচের লাইন আপ আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন বলে প্রমাণীত হয়েছে। ম্যাচটি বৃ্ষ্টির কারণে বাতিল হলেও তার বিরুদ্ধে শাস্তি বলবৎ রয়েছে।

ক্রিকেট অস্ট্রিলিয়ার নিয়ম অনুযায়ী অভ্যন্তরীন কোন তথ্য ইচ্ছায় বা অনিচ্ছায় কাউকে পাচার করলে তার বিরুদ্ধে বেটিংয়ের অভিযোগ আনা হবে, তাই সেটি করা যাবে না।

অসি পরিচালনা পরিষদের ন্যায়পরায়নতা বিভাগের প্রধান সেন ক্যারোল অবশ্য জানিয়েছেন, এ ধরনের কোন উদ্দেশ্য তার মধ্যে ছিল না। তারপরও একজন খেলোয়াড় ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্নীতি বিরোধী প্রোগামে অংশ নেয়ার অর্থ হচ্ছে সে ভালোভাবেই বিধিনিষেধ সম্পর্কে অবগত। যে কারণে তথ্য প্রকাশ জনিত অপরাধ থেকে সে কোনভাবেই মার্জনা পেতে পারে না।

তিনি আরও বলেন, আশা করি এ শাস্তির বদৌলতে সে বিষয়টি মনে রাখবে। এ খেলার সততা বজায় রাখার জন্য দুর্নীতি বিরোধী সবগুলো ধারাই গুরুতর।



শেয়ার করুন :


আরও পড়ুন

এনসিএলে নিষিদ্ধ শাহাদাত, আসছে বড় শাস্তি

এনসিএলে নিষিদ্ধ শাহাদাত, আসছে বড় শাস্তি

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি আশরাফুল-রাজ্জাকরা

১১ ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা

১১ ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ