শিশু গৃহকর্মীকে নির্যাতন করে জেলখাটা ক্রিকেটার শাহাদাত হোসেন এবার পিটিয়েছেন নিজ দলের খেলোয়াড়কে। রোববার খুলনায় খুলনা ও ঢাকা বিভাগের মধ্যকার জাতীয় লিগের ম্যাচে সতীর্থ আরাফাত সানির গায়ে হাত তুলেছেন তিনি। ম্যাচ চলাকালীন সময়েই এমন ঘটনা ঘটান এ পেসার।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রোববার আরাফাত সানি জুনিয়রকে মারধর করেন শাহাদাত। ফিল্ডিংয়ের সময় সানিকে বল শাইন করে দিতে বললে তিনি অনীহা প্রকাশ করেন। পরে শাহাদাত সানিকে চর-থাপ্পড় ও লাথি মরেন। এ সময় সতীর্থেরা এসে সানিকে রক্ষা করেন।
ঘটনার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেন ম্যাচ আম্পায়ার। শাহাদাতকে মাঠ থেকে বের করে দেওয়া হয়, একই সঙ্গে ওই ম্যাচের জন্য শাহাদাতকে নিষিদ্ধ করা হয়। পরে ঢাকা ১০ জন খেলোয়াড়কে নিয়েই খেলেছে।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি আখতার আহমেদ একটি প্রতিবেদন জমা দিয়েছেন। যেখানে শাহাদাতের অপরাধকে ‘লেভেল-৪’ বলে বলা হয়েছে। যে অপরাধের শাস্তি সর্বনিম্ন এক বছর থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা। একই সঙ্গে ম্যাচ ফির পুরোটা জরিমানা।
জানা গেছে, শাহাদাতের ঘটনা নিয়ে ম্যাচ রেফারির প্রতিবেদন টেকনিক্যাল কমিটি প্রধান মিনহাজুল আবেদীনের হাতে রয়েছে। এখন টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেবে। আজ সোমবারই জানা যাবে শাহাদাতের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে।
জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার ২০১৫ সালে শিশু শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় স্ত্রীসহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। জামিনে মুক্ত হয়ে পরে ২০১৬ সালে মিমাংসা করেন এবং মামলা থেকে মুক্তি পান।