বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বঙ্গবন্ধু বিপিএল)-এর লেগো উন্মোচন করা হলো। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসার পাপন এ লোগো উন্মোচন করেন। এ সময় বোর্ডের অন্য পরিচালকরাও উপস্থিতি ছিলেন।
টি-২০ ক্রিকেটের এবারের এ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে অনুষ্ঠিত হবে। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল। রোববার (১৭ নভেম্বর) হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এবার কোনো ফ্র্যাঞ্চাইজি রাখা হয়নি।
লোগোে উন্মোচনের পর বঙ্গবন্ধু বিপিএল নিয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু বর্ষ শুরু হবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএলের উদ্বোধন করবেন। বিপিএলের মাধ্যমে বঙ্গবন্ধু বর্ষ শুরু হচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
নাজমুল হাসান পাপন আরও বলেন, এবারের বিপিএল বিশেষ বিপিএল। অন্যবার দেশি খেলোয়াড়রা খুব একটা সুযোগ পায় না। এবারের বিপিএলে দেশিদের প্রাধান্য দেওয়া হবে। এতে করে দেশের ক্রিকেট উপকৃত হবে।
লোগো উন্মোচনের আগে অনুষ্ঠানে এবারের বিপিএলের দলগুলোর নাম ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু বিপিএলের সাতটি দল হচ্ছে- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, সিলেট থান্ডার্স, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স।