নাসিরের দুর্দান্ত ব্যাটিং, ঢাকা-রংপুর ম্যাচ ড্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ এএম, ১৩ নভেম্বর ২০১৯
নাসিরের দুর্দান্ত ব্যাটিং, ঢাকা-রংপুর ম্যাচ ড্র

২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের ডান-হাতি ব্যাটসম্যান নাসির হোসেন। ঢাকা বিভাগের বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ৭০ ও ১৬১* রানের ইনিংস খেলেন রংপুর বিভাগের নাসির। তার এমন ব্যাটিংয়ে ড্র করেছে ঢাকা-রংপুর। ইনিংসে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নাসিরের অনবদ্য ১০৪ রানে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২০০ রান করেছিল রংপুর। ফলে ৫ উইকেট হাতে নিয়ে ২১২ রানে এগিয়ে ছিল রংপুর।

নাসির ১০৪ ও অধিনায়ক নাইম ইসলাম ২৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। নাইম ৩২ রানে আউট হলেও দেড়শ’ রান তুলে শেষ পর্যন্ত ১৬১ রানে অপরাজিত থেকে যান নাসির। এরপরই ৯ উইকেটে ২৭১ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে রংপুর। নাসিরের ২৮৩ বলের ইনিংসে ১৯টি চার ও ১টি ছক্কা ছিল।

রংপুর ইনিংস ঘোষণা করায় ম্যাচ জয়ের জন্য ২৮৪ রানের টার্গেট পায় ঢাকা বিভাগ। ৬৩ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১৭৬ রান করে ঢাকা। দলের পক্ষে ৮০ রানে অপরাজিত থাকেন রাকিবুল হাসান। এছাড়া আরাফাত সানি ৩৬ ও তাইবুর রহমান ২৪ রান করে আউট হন।

সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংস
রংপুর বিভাগ : ২৩৪/১০, ৮১.৩ ওভার (নাসির ৭০, সোহরাওয়ার্দি শুভ ৫৭, নাজমুল ৫/৬৫)
ঢাকা বিভাগ : ২২২/১০, ৬৪.১ ওভার (রাকিবুল ৬৭, মাজিদ ৫২, মাকিদুল ৫/৩৭)।

দ্বিতীয় ইনিংস
রংপুর বিভাগ : ২৭১/৯ ডি, ৯৯ ওভার (নাসির ১৬১, নাইম ৩২, শাহাদাত ২/২৪)
ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংস : ১৭৬/৪, ৬৩ ওভার (রাকিবুল ৮০*, সানি ৩৬, নাসির ১/১০)।

ফল : ড্র
ম্যাচ সেরা : নাসির হোসেন (রংপুর বিভাগ)।



শেয়ার করুন :


আরও পড়ুন

শুধু ট্যালেন্ট নয়, নাঈমের মতো পারফরমার দরকার

শুধু ট্যালেন্ট নয়, নাঈমের মতো পারফরমার দরকার

ফিক্সিং অপরাধে কারাদণ্ডের আইন করলো শ্রীলঙ্কা

ফিক্সিং অপরাধে কারাদণ্ডের আইন করলো শ্রীলঙ্কা

হতাশার মাঝেও আশার আলো নাঈম শেখ

হতাশার মাঝেও আশার আলো নাঈম শেখ

টি-২০ র‌্যাংকিং থেকে সাকিবের নাম উধাও!

টি-২০ র‌্যাংকিং থেকে সাকিবের নাম উধাও!