টাইগার পেসার আল-আমিন হোসেন প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন। ফিরেই নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে নিজের সেই বোলিং পারফর্মেন্স দেখিয়েছেন আল-আমিন। এবার ভক্ত ও সমর্থকদের জন্য দিলেন বাবা হওয়ার সুখবর।
দ্বিতীয়বার পুত্রসন্তানের বাবা হয়েছেন আল-আমিন। সোমবার (১১ নভেম্বর) বিকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবা হওয়ার এ সুখবর জানিয়েছেন আল-আমিন। একই সঙ্গে সকলের দোয়া চেয়েছেন।
সুখবর জানানোর পাশাপাশি সন্তানের দুটি ছবি পোস্ট করেন এ ডানহাতি পেসার।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে টাইগার ওপেনার তামিম ইকবাল ভারত সফরে ছুটি নিলেও সন্তানসম্ভবা স্ত্রীকে দেশে রেখে ভারত সপরে খেলেছেন আল-আমিন। ভারত সফরে থাকায় পরিবারকে দিতে হয়েছে অনেক ছাড়। সন্তানসম্ভবা স্ত্রী পাশে পাননি আল-আমিনকে।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে রেখে ভারত সফরে যান আল-আমিন। সেই শক্তি সঙ্গে নিয়েই ভারত সফরে দারুণ খেলেন তিনি। টি-২০ সিরিজ শেষ হলেও ২০১৬ টি-২০ বিশ্বকাপের পর জাতীয় দলে ডাক পাওয়া আল-আমিনের এখনই দেশে ফেরা হচ্ছে না। টেস্ট সিরিজ শেষে দেশে ফিরবেন তিনি।
ভারত সফরে বেশ ভালোই প্রত্যাবর্তন ঘটেছে আল-আমিনের। মাত্র ২টি উইকেট পেলেও বাংলাদেশের বোলারদের মধ্যে তার ইকোনমি রেটে (৬.৭৫) সবচেয়ে ভালো। শেষ ম্যাচে ৪ ওভারে ২২ রানে পেয়েছেন ১ উইকেট।