আঙুলে ব্যথা নিয়েই চট্টগ্রামে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮
আঙুলে ব্যথা নিয়েই চট্টগ্রামে সাকিব

ত্রিদেশী সিরিজের ফাইনালে বাঁ-হাতের আঙুলে ব্যথা পেয়ে মাঠের বাইরে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলা হচ্ছে না তার। সাকিবের অনুপস্থিতে দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এদিকে আঙুলে ব্যথা নিয়ে খেলতে না পারলেও বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন তিনি। বুধবার খেলা শুরু হওয়ার আগে সকালের ফ্লাইটেই চট্টগ্রাম পৌঁছেছেন সাকিব আল হাসান। ফলে মাঠে খেলতে না পারলেও মাঠের বাইরে থেকেও সতির্থদের উৎসাহ দিচ্ছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। মাঠ থেকেই চলে যেতে হয়েছিল হাসপাতালে। পরে এক্সে করে দেখা যায়, হাড় না ভাঙলে মচকে গেছে আঙুলের গোড়ার দিক। সেলাই দিতে হয়েছে দুই স্তরে।

চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবককে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও বেশি সময় লাগলে পারে। সেক্ষেতে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকার দ্বিতীয় টেস্টও খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এদিকে সাকিবের পরিবর্তে বাংলাদেশ দলকে সাজানো হয়েছে স্পিন নির্ভর করে। একাদশে একমাত্র পেসার রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া হঠাৎ দলে ডাক পাওয়া আব্দুর রাজ্জাকের একাদশে জায়গা না হলেও অভিষেক হয়েছে সানজামুল ইসলামের।



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

আফগানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি

লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি

টেস্ট খেলতে চট্টগ্রামে শ্রীলঙ্কা-বাংলাদেশ

টেস্ট খেলতে চট্টগ্রামে শ্রীলঙ্কা-বাংলাদেশ

বিশ্বকাপের সেমিতে মুখোমুখি ভারত-পাকিস্তান

বিশ্বকাপের সেমিতে মুখোমুখি ভারত-পাকিস্তান