ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ালো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৮ অক্টোবর ২০১৯
ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ালো বিসিবি

ফাইল ফটো

আন্দোলনের ফসল ঘরে তুলতে শুরু করেছে দেশের শীর্ষ স্থানীয় ক্রিকেটররা। ধর্মঘটের পর প্রথম শ্রেণির জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশগ্রহণকারী ক্রিকেটাররা পেতে শুরু করেছেন বর্ধিত হারের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা।

ক্রিকেটারদের ধর্মঘটের পর শনিবার থেকে শুরু হয়েছে ২১তম এনসিএলের তৃতীয় রাউন্ডের খেলা। তবে লিগের প্রথম রাউন্ড থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত হারে বেতন ভাতাদি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৮ অক্টোবর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, খেলোয়াড়দের আবাসন ভাতা বাড়ানো হয়েছে ৮০ শতাংশ। আর ম্যাচের দিন খাদ্য ভাতা বেড়েছে ৮৫ শতাংশ।

ক্রিকেটারদের যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। দেওয়া হয়েছে হোটেল থেকে মাঠে যাতায়াতের জন্য শীততাপ নিয়ন্ত্রিত বাস। ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে।

টায়ার ওয়ানে খেলা প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে ৭১ শতাংশ। ফলে প্রতি ম্যাচের জন্য তারা এখন ৬০ হাজার টাকা করে পাবে। আগে তাদের ম্যাচ-ফি ছিল ৩৫ হাজার টাকা।

দ্বিতীয় টায়ারের খেলোয়াড়দের ম্যাচ-ফি বাড়ানো হয়েছে শতভাগ। আগে একটি ম্যাচের জন্য তারা যেখানে মাত্র ২৫ হাজার টাকা পেতেন, এখন সেখানে তারা দ্বিগুণ হারে অর্থাৎ ম্যাচ-ফি বাবদ পাবেন ৫০ হাজার টাকা।

উভয় টায়ারের খেলোয়াড়রাই যাতায়াত ভাতা বাবদ পাবে ৩৫০০ টাকা। যেটি এর আগে ছিল ২৫০০ টাকা। এখন থেকে তারা দৈনিক ভাতা বাবদ পাবেন ২৫০০ টাকা, আগে ছিল ১৫০০ টাকা।

ঘরোয়া ক্রিকেটের মত আন্তর্জাতিক খেলায়ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিসিবির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত সফর বানচালের ষড়যন্ত্র ছিল : পাপন

ভারত সফর বানচালের ষড়যন্ত্র ছিল : পাপন

সাকিব অধিনায়ক হবে কখনো ভাবেননি হোয়াটমোর

সাকিব অধিনায়ক হবে কখনো ভাবেননি হোয়াটমোর

সাকিবকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না : পাপন

সাকিবকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না : পাপন

সাকিবদের দাবি মেনেছে বিসিবি, ধর্মঘট প্রত্যাহার

সাকিবদের দাবি মেনেছে বিসিবি, ধর্মঘট প্রত্যাহার