মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনা। আউট হয়ে ফেরার সময় এক দর্শকের ‘কটূক্তি’ শুনে প্যাড পরেই গ্যালারিতে উঠে আসেন মুশফিকুর রহিম। বিষয়টি নিয়ে বেশ শোরগোল পাকিয়ে যায় সে সময়।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নিজেদের মধ্যে ভাগ হয়ে টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। মুশফিক খেলছিলেন মাহমুদউল্লাহর দলের হয়ে। আরাফাত সানির বলে খেলতে গিয়ে আউট হন মুশফিক। আউট হয়ে ফেরার সময় নিজের ওপরই বিরক্ত ছিলেন মুশফিক। এর মধ্যে ড্রেসিং রুমের কাছে এসে নিজের ব্যাটের দিকে তাকাচ্ছিলেন, তখন ওই দর্শক বলেন উঠেন, ‘ব্যাটের দিকে না তাকিয়ে আমার দিকে তাকান।’
আউট হয়ে এমনিতেই মেজাজ ঠিক না থাকা মুশফিকের। ওই কথা শুনে সোজা গ্যালারিতে উঠে দর্শকের মুখোমুখি হন মুশফিক। ওই দর্শকের মুখোমুখি হয়ে বলেন, ‘এসেছি সামনে, বলেন এবার…।’
হঠাৎ এমন ঘটনার আকস্মিকভাবে সবাই হকচকিয়ে যান। তাৎক্ষণিক তৈরি হয় জটলার। তবে অল্প সময়ের মধ্যে ওই দর্শককে সরিয়ে নেওয়া হয়। এবং মুশফিকও ড্রেসিং রুমে ফিরে যান।
জানা যায়, ওই দর্শকের নাম ইমরান। ফেসবুকের একটি ক্রিকেট গ্রুপের সদস্য হিসেবে সঙ্গীদের সঙ্গে খেলা দেখতে এসেছিলেন।তবে তিনি দাবি করেন, মুশফিককে নিয়ে তিনি কোন ‘কটূক্তি’ করেননি। পরে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।